#ElectionResults2019: কোথায় দাঁড়িয়ে রায়গঞ্জ ভোটের ফলাফল?

কেন্দ্র রায়গঞ্জ: কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল রায়গঞ্জ। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে রায়গঞ্জ থেকে জিতে সংসদে গিয়েছিলেন। পরে তাঁর স্ত্রী মায়া রায়ও রায়গঞ্জ থেকে সাংসদ হন। পরবর্তী কালে অবশ্য প্রিয়রঞ্জন দাশমুন্সির খাসতালুক হিসেবেই পরিচিত হয়ে ওঠে রায়গঞ্জ। একাধিক বার রায়গঞ্জ থেকে জিতেছিলেন প্রিয়রঞ্জন। তিনি অসুস্থ হয়ে পড়ার পরে তাঁর স্ত্রী

#ElectionResults2019: কোথায় দাঁড়িয়ে রায়গঞ্জ ভোটের ফলাফল?

কেন্দ্র রায়গঞ্জ: কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল রায়গঞ্জ। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে রায়গঞ্জ থেকে জিতে সংসদে গিয়েছিলেন। পরে তাঁর স্ত্রী মায়া রায়ও রায়গঞ্জ থেকে সাংসদ হন। পরবর্তী কালে অবশ্য প্রিয়রঞ্জন দাশমুন্সির খাসতালুক হিসেবেই পরিচিত হয়ে ওঠে রায়গঞ্জ। একাধিক বার রায়গঞ্জ থেকে জিতেছিলেন প্রিয়রঞ্জন।

তিনি অসুস্থ হয়ে পড়ার পরে তাঁর স্ত্রী দীপা দাশমুন্সি রায়গঞ্জ থেকে জেতেন, কেন্দ্রীয় মন্ত্রীও হন। কিন্তু ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আর জিততে পারেননি দীপা। প্রয়াত প্রিয়রঞ্জনের ভাই ২০১৪ সালে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে পড়েছিলেন দীপার বিরুদ্ধে। ফলে চতুর্মুখী লড়াই হয়েছিল রায়গঞ্জে। সে লড়াইয়ে তৃণমূল চতুর্থ স্থান পায়। বিজেপি পায় তৃতীয় স্থান। কংগ্রেসের দীপা দাশমুন্সি এবং সিপিএমের মহম্মদ সেলিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তাতে মাত্র হাজার দেড়েক ভোটে হেরে যান দীপা।

গণনা শুরুতে এই কেন্দ্রে এগিয়ে থাকার নিরিখে বড় চমক দিলেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী৷ লড়াই দীপা দাশমুন্সি বনাম মহম্মদ সেলিমের মধ্যে ধরা হলেও রায়গঞ্জের চমক দিলেন  বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী৷ পাঁচ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী এগিয়ে সাড়ে ৬ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − seven =