#ElectionResults2019: মানসকে কতটা বেগ দিচ্ছেন দিলীপ?

কেন্দ্র মেদিনীপুর: এই লোকসভা কেন্দ্র সিপিআই-এর দীর্ঘ দিনের শক্ত ঘাঁটি ছিল। দলের প্রাক্তন সাধারণ সম্পাদক ইন্দ্রজিত্ গুপ্ত এই মেদিনীপুর থেকে ৫ বার জিতেছিলেন। ইন্দ্রজিত্ গুপ্ত যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তখনও তিনি মেদিনীপুরেরই সাংসদ। ২০০১ সালে সাংসদ থাকা অবস্থাতেই তিনি মারা যান। শূন্য আসনে উপনির্বাচনে জেতেন সিপিআই-এর প্রবোধ পণ্ডা। ২০০৪ এবং ২০০৯ সালেও প্রবোধ পণ্ডা ওই আসন

#ElectionResults2019: মানসকে কতটা বেগ দিচ্ছেন দিলীপ?

কেন্দ্র মেদিনীপুর: এই লোকসভা কেন্দ্র সিপিআই-এর দীর্ঘ দিনের শক্ত ঘাঁটি ছিল। দলের প্রাক্তন সাধারণ সম্পাদক ইন্দ্রজিত্ গুপ্ত এই মেদিনীপুর থেকে ৫ বার জিতেছিলেন। ইন্দ্রজিত্ গুপ্ত যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তখনও তিনি মেদিনীপুরেরই সাংসদ। ২০০১ সালে সাংসদ থাকা অবস্থাতেই তিনি মারা যান।

শূন্য আসনে উপনির্বাচনে জেতেন সিপিআই-এর প্রবোধ পণ্ডা। ২০০৪ এবং ২০০৯ সালেও প্রবোধ পণ্ডা ওই আসন ধরে রেখেছিলেন। দীর্ঘ দিন পর পালাবাদল হয় ২০১৪ সালে। তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী তথা এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা রায়ের কাছে প্রবোধ পণ্ডা হেরে যান। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন মেদিনীপুরে বিজেপির জনসমর্থন বৃদ্ধির আভাস দিয়েছে। ফলে এ বারের লোকসভা নির্বাচনে মেদিনীপুরে জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে ভোটের ফলাফল৷

তৃতীয় রাউন্ড শেষে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ ৪৯৯৮ ভোটে এগিয়ে। দিলীপ ঘোষ পেয়েছেন ৩৬৬৬৭ টি ভোট ও মানস ভুঁইঞা ৩১৬৬৯টি ভোট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *