#ElectionResults2019: বিষ্ণুপুর কেন্দ্রে নাটকীয় পরিবর্তন

কেন্দ্র বিষ্ণুপুর: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র যে ৭টি বিধানসভা আসন নিয়ে গঠিত, তার মধ্যে ৬টি বাঁকুড়া জেলার, ১টি পূর্ব বর্ধমানের। ১৯৭১ সালেই বিষ্ণুপুর লোকসভা কংগ্রেসের হাতছাড়া হয়ে বাম শিবিরে চলে গিয়েছিল। সেই থেকে একটানা ২০১৪ সাল পর্যন্ত বিষ্ণুপুরের দখল করে রেখেছিল সিপিএম। ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯-পর পর ৩টি নির্বাচনে বিষ্ণপুর থেকে জিতেছিলেন সিপিএমের সন্ধ্যা বাউড়ি। তিনি ওই

#ElectionResults2019: বিষ্ণুপুর কেন্দ্রে নাটকীয় পরিবর্তন

কেন্দ্র বিষ্ণুপুর: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র যে ৭টি বিধানসভা আসন নিয়ে গঠিত, তার মধ্যে ৬টি বাঁকুড়া জেলার, ১টি পূর্ব বর্ধমানের। ১৯৭১ সালেই বিষ্ণুপুর লোকসভা কংগ্রেসের হাতছাড়া হয়ে বাম শিবিরে চলে গিয়েছিল। সেই থেকে একটানা ২০১৪ সাল পর্যন্ত বিষ্ণুপুরের দখল করে রেখেছিল সিপিএম।

১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯-পর পর ৩টি নির্বাচনে বিষ্ণপুর থেকে জিতেছিলেন সিপিএমের সন্ধ্যা বাউড়ি। তিনি ওই কেন্দ্রের প্রথম মহিলা সাংসদ। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত বিষ্ণুপুরের সাংসদ ছিলেন সন্ধ্যা বাইড়ির মেয়ে সুস্মিতা বাউড়ি। ২০১৪-র লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে জেতেন তৃণমূল প্রার্থী সৌমিত্র খান। কিন্তু মেয়াদ ফুরনোর আগেই তিনি বিজেপিতে যোগদান করেছেন। এই কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ৷ লিড প্রায় সাড়ে তিন হাজার ভোট৷ এবারের নির্বাচনে নিজের কেন্দ্র ঢুকতেই পারেননি সৌমিত্র খাঁ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 19 =