#ElectionResults2019: ডায়মন্ড হারবারে জয় কার্যত নিশ্চিত অভিষেকের

কেন্দ্র ডায়মন্ড হারবার: পশ্চিমবঙ্গে বামেদের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল যে সব লোকসভা কেন্দ্র, ডায়মন্ড হারবার সেগুলির অন্যতম। ১৯৬৭ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত একটানা সিপিএম প্রার্থীরা জয়ী হয়েছেন ডায়মন্ড হারবারে। ১৯৫৭ সালে প্রবাদপ্রতিম বামপন্থী নেতা কংসারি হালদার ডায়মন্ড হারবার থেকে জয়ী হয়েছিলেন। ১৯৬৭ সাল থেকে চার বার জ্যোতির্ময় বসু, চার বার অমল দত্ত

#ElectionResults2019: ডায়মন্ড হারবারে জয় কার্যত নিশ্চিত অভিষেকের

কেন্দ্র ডায়মন্ড হারবার: পশ্চিমবঙ্গে বামেদের সবচেয়ে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল যে সব লোকসভা কেন্দ্র, ডায়মন্ড হারবার সেগুলির অন্যতম। ১৯৬৭ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত একটানা সিপিএম প্রার্থীরা জয়ী হয়েছেন ডায়মন্ড হারবারে।

১৯৫৭ সালে প্রবাদপ্রতিম বামপন্থী নেতা কংসারি হালদার ডায়মন্ড হারবার থেকে জয়ী হয়েছিলেন। ১৯৬৭ সাল থেকে চার বার জ্যোতির্ময় বসু, চার বার অমল দত্ত (এক বার উপনির্বাচন) এবং চার বার শমীক লাহিড়ী সিপিএমের টিকিটে জেতেন ডায়মন্ড হারবার থেকে। ২০০৯ সালে তৃণমূলের টিকিটে ডায়মন্ড হারবার থেকে লড়েন বাংলার জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম হেভিওয়েট নাম সোমেন মিত্র। দীর্ঘ দিনের বাম ঘাঁটি বিধ্বস্ত হয় সে বারই। ২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে টিকিট দেয় তৃণমূল। অভিষেকই জয়ী হন।

এবারও এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ জয় প্রায় নিশ্চিত করেই ফলেন অভিষেক৷ এখনও পর্যন্ত ৩২ হাজার ভোটে লিড রয়েছে দাপুটে এই তৃণমূল নেতার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *