অরুণাচল-সিকিমে সাফ কংগ্রেস! একটা কারণেই দলটার আজ এই অবস্থা

নিজস্ব প্রতিনিধি: ফের দুটি রাজ্য থেকে খালি হাতে ফিরতে হল কংগ্রেসকে। এবার খালি হাতে ফেরার সেই তালিকায় যুক্ত হল অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) এবং সিকিমের…

Election results Arunachal Pradesh Sikkim

নিজস্ব প্রতিনিধি: ফের দুটি রাজ্য থেকে খালি হাতে ফিরতে হল কংগ্রেসকে। এবার খালি হাতে ফেরার সেই তালিকায় যুক্ত হল অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) এবং সিকিমের ( Sikkim) নাম। রবিবার এই দুটি রাজ্যে বিধানসভা নির্বাচনের যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে অরুণাচল প্রদেশে গেরুয়া ঝড় দেখা গেল। (Election results)

সিকিম বিধানসভা

এছাড়া সিকিম বিধানসভা নির্বাচনেও বিপুল জয় পেয়েছে এনডিএ। উল্লেখ্য বিশেষ কারণে ৪ জুনের পরিবর্তে রবিবার বিধানসভা নির্বাচনের ভোটগণনা হল অরুণাচল প্রদেশ এবং সিকিমে। দুটি রাজ্যেই গণনার শুরু থেকেই গেরুয়া ঝড় দেখা দেয়। ৬০ আসন বিশিষ্ট অরুণাচল প্রদেশ বিধানসভায় ম্যাজিক সংখ্যা ৩১। সেখানে বিজেপি আগেই দশটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল।বাকি পঞ্চাশ আসনে রবিবার ভোট গণনা হয়। সবমিলিয়ে বিজেপি ৪৬টি আসনে জয় পেয়েছে।

অরুণাচল প্রদেশ

অরুণাচল প্রদেশে ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন পেমা খান্ডু। গত বিধানসভা নির্বাচনে ৪১টি আসনে জিতেছিল বিজেপি। এবার তাদের আসন সংখ্যা আরও বাড়ল। এদিন যে ফলাফল প্রকাশ হয়েছে তাতে বিজেপি ৪৬, এনপিপি ৫, এনসিপি ৩, পিপিএ ২, নির্দল ৩ ও কংগ্রেস মাত্র ১টি আসনে জিতেছে। অর্থাৎ অরুণাচল প্রদেশে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। অথচ অরুণাচল প্রদেশ একটা সময় কংগ্রেসের দুর্গ বলে পরিচিত ছিল। সেই তথাকথিত দুর্গ এখন যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে রবিবারের ফলাফল তা ফের স্পষ্ট করে দিল। আর কংগ্রেস সিকিমে একটি আসনেও জিততে পারেনি।

কংগ্রেসের দুর্গ

দশ বছর আগেও অরুণাচল প্রদেশ কংগ্রেসের দুর্গ বলে পরিচিত ছিল। বিজেপি তথা গেরুয়া শিবিরের ততটা শক্তি ছিল না সেখানে। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কংগ্রেস সেখানে অস্তিত্ব হারিয়েছে। শুধু উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটি বলে নয়, অসম-তথা চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কংগ্রেস ছিন্নভিন্ন হয়ে গিয়েছে একের পর এক রাজ্যে। কী ঘটনা ঘটেছিল অরুণাচল প্রদেশে? ২০১১ সালে বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর পিতা দোর্জি খান্ডু হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। তখন মুখ্যমন্ত্রী হন জারবম গ্যামলিন। তাতে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয়। এরপর হাইকমান্ডের নির্দেশে মুখ্যমন্ত্রী হন নাবাম টুকি।

বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী

২০১৪ সালে ৪২ আসনে জেতে কংগ্রেস। ফের মুখ্যমন্ত্রী হন টুকি। কিন্তু পেমা পরবর্তী সময়ে বিদ্রোহ ঘোষণা করে দলীয় বিধায়কদের একটা অংশ নিয়ে বেরিয়ে যান। তখন বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন তিনি। একটা সময় সরাসরি যোগদান করেন বিজেপিতে। তখন থেকেই দুর্বল হয়ে পড়ে কংগ্রেস। এমন উদাহরণ রাজ্যে রাজ্যে রয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, তালিকা অনেক লম্বা।

গোষ্ঠীদ্বন্দ্বের চরম প্রভাব

বিভিন্ন সময়ে গোষ্ঠীদ্বন্দ্বের চরম প্রভাব পড়েছে এই রাজ্যগুলির নির্বাচনে। যার সর্বশেষ উদাহরণ হল হিমাচল প্রদেশ। সেখানে ছয় কংগ্রেস বিধায়ক বিজেপিতে যাওয়ায় সেগুলিতে উপনির্বাচন হয়েছে এই লোকসভা নির্বাচনের সঙ্গে। তাতে হেরে গেলে হিমাচলে কার্যত সংখ্যাগরিষ্ঠতা হারাবে কংগ্রেস। একেই বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা! এই জায়গা থেকে বেরিয়ে না আসতে পারলে শতাব্দীপ্রাচীন দলটি আগামী দিনে কটি রাজ্যে ক্ষমতায় থাকবে, বা কেন্দ্রীয় রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক থাকবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

Politics: The latest election results from Arunachal Pradesh and Sikkim show a massive victory for the BJP, with Congress facing a significant defeat. Get the latest updates and analysis on the Election results Arunachal Pradesh Sikkim.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *