কলকাতা : নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরে সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। তাই প্রচারের দৌড়েও বেশ খানিকটা এগিয়ে জোড়াফুল শিবির। এবার নির্বাচনী ইস্তেহার প্রকাশের ক্ষেত্রেও অন্যান্য দলের থেকে বেশ খানিকটা এগিয়েই রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বুধবারই কালীঘাটে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল। দলীয় সূত্রে খবর, জাতীয় স্তরে মোদী বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান থেকে মোদি সরকারের ব্যর্থতা। সবই উঠে আসবে ইস্তেহারে। এর পাশাপাশি, রাজ্যে কৃষক ও সংখ্যালঘুদের জন্য সরকারের তরফে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়টিও থাকছে ম্যানিফেস্টোতে।
কন্যাশ্রী, সবুজ-সাথীর মতো প্রকল্পগুলিও তুলে ধরা হবে। কেন বিজেপি সরকারকে হঠানো প্রয়োজন তাও বিস্তারিতভাবে বলা হয়েছে ইস্তেহারে। এ নিয়ে কোনও গিমিকে না গেলেও, মোদী বিরোধিতার বিষয়টি মাথায় রেখে পুরোদস্তুর তৈরি করা হয়েছে তৃণমূলের এবারের নির্বাচনী ইস্তেহার। বুধবার ইস্তেহার প্রকাশের পরেই কোমর বেঁধে প্রচারে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার শুরুটা হবে বিশাখাপত্তনম থেকে। এরপর অসম যাওয়ার কথা রয়েছে তাঁর। এই ইস্তেহার লোকসভা ভোটে তৃণমূলকে বাড়তি অ্যাডভান্টেজ দেয় কি না সেটাই এখন দেখার।