বাংলায় মস্তানি দেখাচ্ছে নির্বাচন কমিশন: ফিরহাদ

বোলপুর: অনুব্রত মণ্ডলের গড়ে বসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ রামপুরহাট শহরে রোড শো শেষে কলকাতা পুরসভার মেয়র বলেন, ‘‘নির্বাচন কমিশন যত মস্তানি বাংলায় এসে দেখাচ্ছে। বাংলায় যেখানে সব বুথেই শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে সেখানে নির্বাচন কমিশনের মস্তানি দেখা যাচ্ছে। এটা আসলে মোদির ষড়যন্ত্র। বাংলার মানুষকে অপমান করার জন্য সব সময়

বাংলায় মস্তানি দেখাচ্ছে নির্বাচন কমিশন: ফিরহাদ

বোলপুর: অনুব্রত মণ্ডলের গড়ে বসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ রামপুরহাট শহরে রোড শো শেষে কলকাতা পুরসভার মেয়র বলেন, ‘‘নির্বাচন কমিশন যত মস্তানি বাংলায় এসে দেখাচ্ছে। বাংলায় যেখানে সব বুথেই শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে সেখানে নির্বাচন কমিশনের মস্তানি দেখা যাচ্ছে। এটা আসলে মোদির ষড়যন্ত্র। বাংলার মানুষকে অপমান করার জন্য সব সময় বাংলা শৃংখলহীন বলা হয়৷’’

এরপরই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে বলেন, ‘‘মোদি যখন শহিদদের নিয়ে নির্বাচনের প্রচার তখন নির্বাচন কমিশনের কোমড়ে জোর নেই, মোদী যখন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে নির্বাচনী প্রচার করে তখন তার মুখ বন্ধ করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন যেখানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে সেখানে এসে যত হম্বিতম্বি৷’’ এখানেই থেমে থাকেননি তিনি, এরপর বিজেপি ক্ষমতায় থাকা রাজ্যগুলির প্রসঙ্গ টেনে নিয়ে এসে বলেন, “সারাদেশে মোদির রাজ্যে সব থেকে বেশি নির্বাচনে কারচুপি হয়। সেখানে নির্বাচন কমিশন নীরব দর্শক হয়ে থাকে।” বারানসীতে মোদি প্রার্থীপদের প্রসঙ্গে বলেন, “বারানসিতে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। সেখানেও নির্বাচন কমিশন চুপ হয়ে রয়েছে৷’’

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার প্রসঙ্গে বলেন, ‘‘যতই করুক নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির কিছু করতে পারবে না, পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। কারণ  পাথরে লিখ নাম, সে নাম মুছে যাবে। হৃদয়ে লিখ নাম, সে নাম থেকে যাবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 18 =