বাংলার আরও দু’জেলার ডিএম-এসপিকে অপসারণ দাবি নির্বাচন কমিশনে

নয়াদিল্লি: ভোটের আগে বাংলার দুই জেলার ডিএম-এসপির বিরুদ্ধে ‘পক্ষপাতে’র অভিযোগ তুলে দিল্লিতে নির্বাচন কনিশনে অভিযোগ জানাল প্রদেশ কংগ্রেস৷ আজ, মঙ্গলবার প্রদীপ ভট্টাচার্যে নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে নালিশ জানিয়ে আসেন৷ কংগ্রেসের অভিযোগ, মালদা, মুর্শিদাবাদের ডিএম-এসপিরা শাসকদলের হয়ে কাজ করছেন৷ বিরোধীদের সঙ্গে অসহযোগিতা করছেন তাঁরা৷ ফলে, ভোটের কাজে এই ডিএম-এসপিদের অপসারণ চেয়ে কমিশনে দাবি

বাংলার আরও দু’জেলার ডিএম-এসপিকে অপসারণ দাবি নির্বাচন কমিশনে

নয়াদিল্লি: ভোটের আগে বাংলার দুই জেলার ডিএম-এসপির বিরুদ্ধে ‘পক্ষপাতে’র অভিযোগ তুলে দিল্লিতে নির্বাচন কনিশনে অভিযোগ জানাল প্রদেশ কংগ্রেস৷ আজ, মঙ্গলবার প্রদীপ ভট্টাচার্যে নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে নালিশ জানিয়ে আসেন৷

কংগ্রেসের অভিযোগ, মালদা, মুর্শিদাবাদের ডিএম-এসপিরা শাসকদলের হয়ে কাজ করছেন৷ বিরোধীদের সঙ্গে অসহযোগিতা করছেন তাঁরা৷ ফলে, ভোটের কাজে এই ডিএম-এসপিদের অপসারণ চেয়ে কমিশনে দাবি জানানো হয় কংগ্রেসের তরফে৷

অন্যদিকে, ভোটের দু’দিন আগেই কোচবিহারের এসপি অভিষেক গুপ্তাকে সরিয়ে দিল কমিশন। নতুন এসপি হলেন অমিত কুমার সিং। কমিশন সূত্রে জানা গিয়েছে, আজই অমিত সিংকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন৷

জানা গিয়েছে, কোচবিহারের এসপি অভিষেক গুপ্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন বিরোধী দলের নেতারা৷ বিরোধীদের পর্যবেক্ষকদের কাছেও একাধিক অভিযোগ উঠছিল৷ মূলত, এই অভিযোগের ভিত্তিতে তাঁকে অপসারিক করা হয়৷ এর আগে ৭ এপ্রিল কোচবিহার রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী মোদির জনসভা থেকে অভিষেক গুপ্তার বিরুদ্ধে প্রকাশ্যে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মুকুল রায়৷ বলেন, ‘কত বড় এসপি, দেখে নেব৷’ মুকুল রায়ের এই ঘোষণার পরই এসপিকে অপসারণের খবরে রাজনৈতিক মহলে চাপানউতোর তৈরি হয়েছে৷

বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের দু’কেন্দ্র কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট৷ মোট বুথের সংখ্যা ৩৮৪৪টি। এরমধ্যে কোচবিহার লোকসভা কেন্দ্রের মোট বুথ ২০১০৷ কমিশন সূত্রে খবর, তার মধ্যে মাত্র ১০৬০টি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ বাকি ৯৬০টি বুথে রাজ্য পুলিসের নিরাপত্তায় ভোট হবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =