রায়গঞ্জ: ফের আক্রান্ত সংবাদ মাধ্যম৷ তৃণমূলী সন্ত্রাসের ছবি তুলতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দের দুই সাংবাদিক৷ গাছে বেঁধে লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে মারধরের অভিযোগ৷ রাস্তায় ফেলে মাথায় থেঁতলে দেওয়ার অভিযোগ৷ তৃণমূলী দুষ্কৃতীদের হাতে মার খেয়ে আশঙ্কাজনক অবস্থা ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে দুই সাংবাদিককে৷ গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন৷
জানা গিয়েছে, ভোট শুরু হতেই গোয়ালপোখরে একটি বুথে ভোটারদের বাধা দেওয়া ও বিজেপি এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান এবিপি আনন্দের প্রতিনিধি৷ অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে দুই সংবাদ কর্মীর উপর অতর্কিতে হামলা চালানো হয়৷ কিছু বোঝার আগেই বাঁশ-লাঠি-লোহার রড দিয়ে রাস্তায় ফেলে পেটানো হয়৷ গাছে বাঁধে মারা হয় সাংবাদিকদেক৷ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ক্যামেরা৷ ইটের ঘায়ে এক সাংবাদিকের মাথা থেঁতলে দেওয়া হয়৷ কোনক্রমে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়৷