Aajbikel

'কালীঘাটের কাকু'র বাড়িতে ইডি-র গোয়েন্দারা, সকাল সকাল তল্লাশি শুরু

 | 
কালীঘাটের কাকু

শনিবার সকাল ৬ টা, ইডির ডাকে ঘুম ভাঙল ‘কালীঘাটের কাকু’র।  সাতসকালে বাড়িতে হাজির হলেন গোয়েন্দারা। একাধিক দলে ভাগ হয়ে শুরু হয় তল্লাশি অভিযান। এর আগে সিবিআই এসেও তল্লাশি চালিয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়ি, অফিস, ফ্ল্যাটে। এবার দুয়ারে হাজির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম। জানা গিয়েছে, এদিন শুধু তার বাড়ি নয় বেহালার ফকিরপাড়া রোডের ফ্ল্যাট, অফিস-সহ বহু জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। 

গত মার্চ মাসেই নিজাম প্যালেসে সিবিআইয়ের ডাক পেয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। সম্প্রতি তাঁর বাড়িতে সিবিআই তল্লাশিও চালায়।
তল্লাশি অভিযানে, বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা নগদ এবং একটি অ্যাডমিট কার্ড উদ্ধার হয় বলে খবর। বাজেয়াপ্ত করা হয় তাঁর একটি ফোনও। সেই সময় তিনি দাবি করেন, বোন হাসপাতালে ভর্তি, চিকিৎসার বিল মেটানোর জন্য ওই টাকা ঘরে রেখেছিলেন। অ্যাডমিট কার্ডটি তাঁর শ্যালিকার পুত্রের পুরসভায় চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রদত্ত অ্যাডমিট কার্ড বলেও তিনি জানান। শনিবার তাঁর বাড়িতে অভিযানে নামে ইডি। 


নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সূত্রে ‘কালীঘাটের কাকু’র নাম প্রকাশ্যে এসেছিল। ধৃত তাপস মণ্ডল সিবিআইয়ের কাছে দাবি করেছিলেন, অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সময় কুন্তল নাকি আশ্বাস দিয়ে বলতেন, ‘‘কালীঘাটের কাকুর সঙ্গে কথা হয়ে গিয়েছে। চিন্তার কোনও কারণ নেই।’’ 


এরপর তদন্তকারীদের সূত্রে জানা যায়, কুন্তলের ওই কালীঘাটের ‘কাকু’ রাজ্যের এক প্রভাবশালী শীর্ষ নেতার সংস্থার চিফ এগ্জ়িকিউটিভ অফিসার। তার পর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশকাচের তলায় রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র। এর আগে দু’বার তাঁকে তলব করেছিল সিবিআই। প্রথম বার হাজিরা দিলেও পরে তিনি নিজে হাজিরা দেননি। বদলে আইনজীবীকে দিয়ে নথিপত্র পাঠিয়ে দেন। শনিবার আরও এক দফা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রে জানা গেছে। 


সুজয়কৃষ্ণ এর আগে দাবি করেন, তাঁর ‘সাহেব’, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০০৯ থেকে তিনি অভিষেকের অফিসে চাকরি করছেন। মামলা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা প্রসঙ্গে সুজয় তখন বলেছিলেন, “পৃথিবীর কারও ক্ষমতা নেই আমার সাহেবকে ছোঁবে। কারণ তাঁর নাম কেউ করতে পারবেন না। তাঁর সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তাঁর সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবেন না। আমার কাছ অবধি এসে থেমে যেতে হচ্ছে।’’ 

ঘটনাচক্রে, শনিবারই সিবিআইয়ের তলব পেয়েছেন অভিষেক এবং একই দিনে ইডির দল হানা দিল সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতেও। যদিও শনিবার রাজ্যের আরও জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। সকাল থেকে অন্তত ১০ টি জায়গায় শুরু হয়েছে অভিযান। কালীঘাটের কাকুর বাড়ির পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠের বাড়িতেও তল্লাশি চলছে। 

Around The Web

Trending News

You May like