খড়গপুর: লোকসভা ও বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকে কিন্তু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এবার রাজ্যে বিধানসভা উপনির্বাচনেও থাকছে কেন্দ্রীয় বাহিনী৷ সেক্ষেত্রে খড়গপুর সদর বিধানসভা উপনির্বাচনে ভোট কর্মীদের নিরাপত্তার জন্য প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী সহ সুনিশ্চিত নিরাপত্তার দাবিতে সোমবার শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে খড়গপুর মহকুমা শাসক বৈভব চৌধুরীর কাছে ডেপুটেশন দেওয়া হয়৷
ডেপুটেশনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক কিংকর অধিকারী৷ ছিলেন খড়গপুর উপ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত অবজারভার৷ ঐক্যমঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ ই নভেম্বর ঐক্য মঞ্চের পক্ষ থেকে কলকাতার চিফ এলেক্টরাল অফিসারের কাছে ডেপুটেশন দেওয়া হবে৷
সংগঠনের রাজ্য সম্পাদক কিংকর বাবু বলেন, মহকুমা শাসক জানিয়েছেন যে, খড়গপুর বিধানসভা উপনির্বাচনে পাঁচ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে৷ বেশির ভাগ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে৷ এছাড়া যেখানে আধা সামরিক বাহিনী থাকবে না সেখানে সি সি টিভি, মাইক্রো অবজারভার থাকবে৷ ভোটকর্মীদের নিরাপত্তার বিষয়টি কোনো ভাবেই অবহেলা করা হবে না৷ একইসঙ্গে, সকল ভোট কর্মীর জন্য যথেষ্ট নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি৷
তবে কিংকরবাবুর বক্তব্য বেশির ভাগ বুথে কেন্দ্রীয় বাহিনী নয়, প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী চাই৷ তানাহলে শুধুমাত্র সি সি টিভি, মাইক্রো অবজারভার অথবা রাজ্য পুলিশ দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব না৷ আগামী ২৫ নভেম্বর পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর, নদিয়ার করিমপুর এবং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে৷ খড়গপুরের বিধায়ক ছিলেন বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গত লোকসভা নির্বাচনের পর সাংসদ পদে নির্বাচিত হন তিনি৷ তাই ওই কেন্দ্রে বিধানসভা আসন শূন্য৷