‘ধুস মুডটাই নষ্ট হয়ে গেল’, মেজাজ হারালেন মমতা! কিন্তু, কেন জানেন?

আমডাঙা: একদিকে যখন মাথার উপর চোখ রাঙাচ্ছে তীব্র দাবদাহ, ঠিক তখনই দরজায় কড়া নাড়ছে পঞ্চম দফার ভোট৷ দিনরাত এক করে একায় ৪২ আসনে প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোথাও দু’টি, কোথাও ৩টি সভা শেষে জেলায় জেলায় রোড-শো করছেন মমতা৷ ধকলও যাচ্ছে বেশ৷ এবার সেই ধকলের ছাপ পর মুখ্যমন্ত্রীর ভাষণেও৷ মঙ্গলবার আমডাঙার সভায় বক্তব্য

634c20abe12e8f948b5b8e68e72258b2

‘ধুস মুডটাই নষ্ট হয়ে গেল’, মেজাজ হারালেন মমতা! কিন্তু, কেন জানেন?

আমডাঙা: একদিকে যখন মাথার উপর চোখ রাঙাচ্ছে তীব্র দাবদাহ, ঠিক তখনই দরজায় কড়া নাড়ছে পঞ্চম দফার ভোট৷ দিনরাত এক করে একায় ৪২ আসনে প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোথাও দু’টি, কোথাও ৩টি সভা শেষে জেলায় জেলায় রোড-শো করছেন মমতা৷ ধকলও যাচ্ছে বেশ৷ এবার সেই ধকলের ছাপ পর মুখ্যমন্ত্রীর ভাষণেও৷ মঙ্গলবার আমডাঙার সভায় বক্তব্য দিতে দিতে আচমকা মেজাজ হারালেন তিনি৷

সভা চলাকালীন মমতার সভায় খানিকটা বিশৃঙ্খলা দেখা দেয়৷ সভাস্থলে এক মহিলার বাচ্চা হারিয়ে গিয়েছে বলে শোরগোল পড়ে যায় সভাস্থলে৷ সভার মঞ্চ থেকেই মাইক হাতে তাঁদের শান্ত করার চেষ্টা করেন মমতা। তবে তাতেও কাজ না হওয়ায় মাইক হাতে মমতা বলেন, ‘‘আচ্ছা বাচ্চা হারিয়ে গিয়েছে তো, ঠিক আছে, খুঁজে পাওয়া যাবে। মিটিংটা নষ্ট করবেন না প্লিজ। পুলিশে বলুন, নামটা বলুন, আমি মাইকে ঘোষণা করছি৷’’ এরপরই বিশৃঙ্খলা দেখে দলের নেতা-কর্মীদের উদ্দেশে মমতা বলেন, ‘‘একটু দেখো, মিটিং নষ্ট হচ্ছে তো। বাচ্চা খোঁজো আগে। তারপর মিটিং করব৷’’

এরপরই নিখোঁজ বাচ্চাটিকে পাওয়া যায়। মমতা তখন বলেন, ‘‘এই তো পাওয়া গেল। দেখলেন তো শুধু শুধু নষ্ট করলেন মিটিংটা৷ আমার মুডটাই নষ্ট হয়ে গেল৷’’ এরপর নিজেকে সামলে ফের বলতে শুরু করেন তৃণমূলনেত্রী৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন মমতা৷ বলেন, ‘‘বাংলায় ধর্মীয় বিভাজন ঘটানোর চেষ্টা করছেন মোদি। কিন্তু বাংলার মানুষ তা হতে দেবেন না৷ মোদি আগে বলত আমি চাওয়ালা, এখন বলে আমি এখন চৌকিদার৷ এই সব দিয়ে আর চলবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *