দুর্গাপুজোয় ট্যাক্স বসাচ্ছে বিজেপি মুম্বইয়ের গণেশপুজোয় বসিয়ে দেখাক, অভিষেক

আজ বিকেল: দুর্গাপুজোয় ট্যাক্স লেলিয়ে দেয় বিজেপি, ওদের মুখে হিন্দুধর্ম শুনব না। পুরুলিয়ায় তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর হয়ে ভোট প্রচারে গিয়ে এভাবেই অমিত শাহকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ তথা এবারের ভোটপ্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভাতে অভিষেক বলেন, “বাংলাকে সহ্য করতে পারে না বিজেপি, তাই দুর্গাপুজোয় ট্যাক্স লেলিয়ে দিয়েছে। ওদের মুখে হিন্দু ধর্মের কথা মানায় না,

দুর্গাপুজোয় ট্যাক্স বসাচ্ছে বিজেপি মুম্বইয়ের গণেশপুজোয় বসিয়ে দেখাক, অভিষেক

আজ বিকেল: দুর্গাপুজোয় ট্যাক্স লেলিয়ে দেয় বিজেপি, ওদের মুখে হিন্দুধর্ম শুনব না। পুরুলিয়ায় তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর হয়ে ভোট প্রচারে গিয়ে এভাবেই অমিত শাহকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ তথা এবারের ভোটপ্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভাতে অভিষেক বলেন, “বাংলাকে সহ্য করতে পারে না বিজেপি, তাই দুর্গাপুজোয় ট্যাক্স লেলিয়ে দিয়েছে। ওদের মুখে হিন্দু ধর্মের কথা মানায় না, ওরা বাংলার বিরুদ্ধে। কই কুম্ভমেলায় তো ট্যাক্স বসানোর কথা বলে না, মুম্বইতে এত বড় মাপের গণেশপুজো হয়, তখন তো ইনকাম ট্যাক্সের কথা মনেও থাকে না। যত ঝাল বাংলার উপরে?”

মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের উন্নয়নে যা করেছেন ভারতের কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীই এখনও পর্যন্ত তা করে উঠতে পারেননি। তিনি, তারাপীঠ, তারকেশ্বর, দক্ষিণেশ্বর, গঙ্গাসাগরের সৌন্দর্যায়নে কী না করেননি। শুক্রবারই পুরুলিয়ায় ভোট প্রচারে এসে ইমামভাতার প্রসঙ্গ তুলে মমতাকে কটাক্ষ করেন অমিত শাহ। এদিন তারই জবাব দিতে গিয়ে পাল্টা আঘান হানেন অভিষেক। তিনি বলেন, অসমের নাগরিকপঞ্জি নিয়ে বিজেপি যে অরাজকতা তৈরি করেছে তার কোনও ক্ষমা নেই। যারা বাংলা ভাষা বোঝে না, বলার ক্ষমতা নেই, তাদের মুখে বাংলার কথা মানায় না, কেনই বা শুনব। গত পাঁচ বছরে পুরুলিয়ার জন্য পাঁচ পয়সাও দেয়নি মোদি সরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায় আট হাজার কোটি টাকা ইতিমধ্যেই পুরুলিয়ার উন্নয়নে খরচ করে ফেলেছেন।আর এতদিন হয়ে গেল পুরুলিয়ায় বিজেপি প্রার্থীর নামই ঘোষণা হয়নি।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে বিজেপি পুরুলিয়ার তৃণমূলের গড় ধসিয়ে দিয়েছে। মৃগাঙ্ক মাহাতোকে টিকিট দেওয়ার পরই এই জেলায় তাই প্রচার শুরু। অভিষেক জানিয়েছেন ১২মে এখানে ভোট। পাঁচ তারিখ থেকেই তিনি জঙ্গলমহলের মাটি আঁকড়ে পড়ে থাকবেন. জেলার এমাথা ওমাথা চষে ফেলবেন। ১০ তারিখ পর্যন্ত পুরুলিয়াই তাঁর ঠিকানা হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *