দুর্গা কার্নিভাল বিশ্বের শ্রেষ্ঠ উৎসব, গোবরেও ফুটছে গোলাপ, বললেন মমতা

কলকাতা: বিশ্ব বাংলা শারদ সম্মানের পুরস্কার বিলির অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলার সংস্কৃতি, কর্মসংস্থান ও সৃষ্টির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্নে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বার্তা, বাংলার দুর্গা কার্নিভাল বিশ্বের শ্রেষ্ঠ উৎসব৷ আমরা চার বছরে করে দেখিয়েছি৷ আর এই কার্নিভালকে কেন্দ্র করে গোবরের মধ্যে ফুটছে গোলাপ বলেও জানা মুখ্যমন্ত্রী৷ এদিন মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠান মঞ্চ

imagesmissing

কলকাতা: বিশ্ব বাংলা শারদ সম্মানের পুরস্কার বিলির অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলার সংস্কৃতি, কর্মসংস্থান ও সৃষ্টির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্নে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বার্তা, বাংলার দুর্গা কার্নিভাল বিশ্বের শ্রেষ্ঠ উৎসব৷ আমরা চার বছরে করে দেখিয়েছি৷ আর এই কার্নিভালকে কেন্দ্র করে গোবরের মধ্যে ফুটছে গোলাপ বলেও জানা মুখ্যমন্ত্রী৷

এদিন মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা করেন, ‘‘আজ ইউনেস্কো দুর্গা পুজোকে নিচ্ছে৷ একটা শ্রেষ্ঠ উৎসব হিসেবে আমি এটুকু শুনলে খুব খুশি হব, যেদিন দেখব সারা পৃথিবীর সবাই বলছে দুর্গা পুজোয় বাংলার শ্রেষ্ঠ উৎসব৷ বিশ্বের সেরা উৎসব৷ অনেক কার্নিভাল হয় পৃথিবীতে৷ কিন্তু চার বছরের তাঁক ফেলে দিয়েছি৷ আমাদের কার্নিভাল৷ এটা বলতে গেলে আমাদের আমার গায়ে কাঁটা দেয়৷ তার কারণ হচ্ছে, আমরা পারি৷ আমরা সবাই মিলে চেষ্টা করলে পারি৷ আমি সব সময় সমালোচনাকে গ্রহণ করি৷ যদি সেটা আলোচনার মধ্যে দিয়ে গঠনমূলক হয়৷ কিন্তু আমি নেতিবাচক চিন্তা ধারায় বিশ্বাস করি না৷ ধ্বংসাত্মক চিন্তা-ধারায় বিশ্বাস করি না৷ আমি ইতিবাচক চিন্তা ধারায় বিশ্বাস করি৷ আমি সবসময় বলি, ইতিবাচক চিন্তাভাবনা করা উচিত আমাদের৷’’

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে অনেক বড় ক্লাব রয়েছে৷ সবাই পুরস্কার পায় তা নয়৷ আপনারা যান কোনও একদিন দেখে আসবেন৷ বাটাম ক্লাব দেখে আসবেন৷ পেয়ারাবাগান বস্তির মধ্যে প্রায় ৪-৫ হাজার লোক একটি বস্তিতে বসবাস করে৷ তারা কিন্তু শীতলা পুজো থেকে শুরু করে ফাংশন সবই করে৷ ওদের আমি আজ বলছি, ওদের হৃদয় এত ভাল৷ আগে যখন পুজো করত, তখন একটা নোংরা জায়গার মধ্যে প্রদীপ জ্বেলে পুজো করত৷ এখন আমরা ওদের পুরস্কৃত করতে করতে ওঁরা কী করে জানেন, হয়তো ওদের অত বুদ্ধি নেই৷ হয়তো ওদের অত টাকা নেই৷ হয়তো থিম করার পয়সা নেই৷ কিন্তু মনে রাখবেন ওঁরা কিন্তু ভাবে৷ ভেবে ছোট জায়গার মধ্যে পুজো করে৷ আরে গোবরের মধ্যেও গোলাপ ফুল হয়৷ সেই গোবরের গোলাপের মতো ওরা নিজেদেরকে ধীরে নির্মাণ করছে৷ এটাকেই আমরা মর্যাদা দিই৷ কোলাহল ক্লাব৷ চেতলার এমন আরেকটি বস্তির পুজো৷ কী সুন্দর ওরা পুজো করে৷ আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না৷ এদের নামে কেউ জানত না৷ কিন্তু পুজো করতে করতে আজকে সবাই জেনে গেল ওদের নাম৷’’

বলেন, ‘‘আগামী বছর আরও ভালো করে কার্নিভাল করতে হবে৷ প্রতিযোগিতার মধ্যে প্রতিযোগিতা করতে হবে৷ কিন্তু টেনশন ফ্রি প্রতিযোগিতা করতে হবে৷ রিল্যাক্স করুন৷ এখন থেকেই মাথার মধ্যে কী করবে কী করবে, ভাবতে হবে না৷’’ বলেন, ‘‘এই পুজোর মধ্যে দিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়৷ কত মানুষের বিক্রি হয়৷ রোজগার হয়৷ সুন্দর সাজে সাজে ওঠে পাড়া৷ এখন দেখবেন অনেক জায়গায় অনেক আবাসনে বড় বড় পুজো হয়৷ এটা খুব ভালো লক্ষণ৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *