আজ বিকেল : ইভিএম কারচুপি করে ফের ক্ষমতায় এল বিজেপি, দলের কোর কমিটির বৈঠকে এমনই অভিযোগ তুলেছেন তিনি। একই সঙ্গে দলের নেতাদের উদ্দেশে বলেন, চিন্তা করবেন না, ঠিক ঘুরে দাঁড়াবোই। তবে বিজেপিকে দোষারোপ করার পাশাপাশি তৃণমূলকে তৃণমূল স্তর থেকেই ফের সংঘটিত ও শক্তিশালী করার বার্তা দিলেন তৃণমূলনেত্রী।
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মাটি কামড়ে পড়ে থাকুন। জনসংযোগ বাড়ান। ভোটের ফলাফল দলের কাছে সাময়িক বিপর্যয়, তবে এটা কেটে যাবে। যেসব এলাকায় এখনও পার্টি অফিস বন্ধ রয়েছে তা জরুরি ভিত্তিতে খুলতে হবে। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে হবে। তারপর সেই অভিযোগ শুনে সমাধানের রাস্তা খুঁজে দেবেন দলীয় নেতাকর্মীরা। তৃণমূল স্তরে নেমে গিয়ে দলের সংগঠনকে এদিন মজবুত করার কথা বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আরএসএস-এর প্রতিদ্বন্দ্বি একটি দলও তৈরি করেন নাম আজাদ হিন্দ বাহিনী, এই দলের দায়িত্ব দেন ব্রাত্য বসুকে। বঙ্গ জননী নামে মহিলাদের একটি দল গড়েন, যার দায়িত্বভার যায় ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের কাঁধে। নদিয়ার পরিস্থিতি দলের অভিমুখে করতে সেখানকার পর্যবেক্ষক নিযুক্ত করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে মালদহের পর্যবেক্ষক করেছেন সাধন পাণ্ডে ও গোলাম রব্বানিকে। ফের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নিযুক্ত করলেন সিদ্দিকুল্লা চৌধুরিকে।
এদিন কোর কমিটির বৈঠক থেকে তিনি দলীয় নেতাদের সাফ জানিয়ে দেন বিজেপিকে আক্রমণ করতে হলে, বিজেপির সঙ্গে লড়তে হলে দলের শক্তি বাড়াতে হবে। দলের হৃতগৌরব ফেরাতে তিনি কর্মী সমর্থক ও নেতাদের ফের শূন্য থেকে শুরু করা নির্দেশ দিয়েছেন। নিজেদের এলাকায় পার্টি অফিস খুলে সাধারণের অভাব অভিযোগ শুনে সমাধানও করতে হবে, দলীয় নেতৃত্বকে।
এই কোর কমিটির বৈঠক থেকেই পের বিজেপির নিরঙ্কুশ জয়ে ইভএম কারচুপির
অভিযোগ তোলেন মমতা বলেন, ইভিএম কারচুপি করে ভোটে জিতেছে বিজেপি। নাহলে কী করে আগে থেকে বলল যে তারা ৩০০-র বেশি আসন পাবে। আগে থেকেই ইভিএমে প্রোগ্রামিং করে এই জয় পেয়েছে বিজেপি, এমনটাই তাঁর অভিযোগ।