‘EVM চাই না, ব্যালট ফেরাও’, নয়া বিদ্রোহের ডাক মমতার

কলকাতা: দেশের গণতন্ত্র বাঁচাতে এবার ব্যালট ফারানোর দাবি তুলে দেশজুড়ে নয়া কর্মসূচির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইভিএমে দেশের রায় তৃণমূল মানবে বলে বলেও সাফ জবাব তৃণমূল নেত্রীর৷ এসে যদি বিজেপি তাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তা তাঁরা কিছুই এসে যাবে না বলেও জানান মমতা৷ ইভিএম কেলেঙ্কারির অভিযোগ খতিয়ে দেখতে সত্যতা যাচাই কমিটি গঠন করা হবে বলেও

a500239cba4b6fa218830dc08e47991a

‘EVM চাই না, ব্যালট ফেরাও’, নয়া বিদ্রোহের ডাক মমতার

কলকাতা: দেশের গণতন্ত্র বাঁচাতে এবার ব্যালট ফারানোর দাবি তুলে দেশজুড়ে নয়া কর্মসূচির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইভিএমে দেশের রায় তৃণমূল মানবে বলে বলেও সাফ জবাব তৃণমূল নেত্রীর৷ এসে যদি বিজেপি তাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তা তাঁরা কিছুই এসে যাবে না বলেও জানান মমতা৷ ইভিএম কেলেঙ্কারির অভিযোগ খতিয়ে দেখতে সত্যতা যাচাই কমিটি গঠন করা হবে বলেও ঘোষণা মুখ্যমন্ত্রীর৷

এদিন বিজেপির বিরুদ্ধে সরাসরি ইভিএম কারচুপির অভিযোগ তোলেন মমতা৷ বলেন, ‘‘আম টাকা দিয়ে ভোট কেনা হয়েছে৷ ইভিএমে এবার কারসাজি করা হয়েছে৷ ইভিএমের এই রায় আমরা মানি না৷’’ এদিন সাফ জানিয়ে দেন, ‘‘আমরা ভোটের আগেই ব্যালট ফেরানোর দাবি জানিয়েছিলাম৷ কিন্তু, তা করানো হয়নি৷ সুপ্রিম কোর্টেও যাওয়া হয়৷ আমরা চাই, ইভিএম নয়, ব্যালট ফেরানো হোক৷ ব্যালট ফেরানোর দাবিতে আমরা বাংলা সহ গোটা দেশে আন্দোলন করব৷ ২১ জুলাই পর্যন্ত ব্যাটল ফেরানোর দাবিতে বাংলাজুড়ে জনসংযোগ যাত্রা শুরু হবে৷ তারপর দেশেজুড়ে গণতন্ত্র বাঁচানোর কর্মসূচি চলবে৷’’

এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘‘সারা দেশজুড়ে ইভিএমে কারচুর হয়েছে৷ একাধিক অভিযোগও আসছে৷ আমরা ইভিএম চাই না৷ ফেরানো হোক ব্যালট৷ বিজেপি গণতন্ত্রণের সর্বনাশ করে দিয়েছে৷ ভোট কিনতে কোটি কোটি টাকা বিলি করা হয়েছে৷ এর প্রতিবাদে আমরা লড়াই চালিয়ে যাব৷’’

এদিন সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় তোলন মমতা৷ জানান, বাংলার সংবাদমাধ্যম অতিরঞ্জিত করে তৃণমূলের খবর প্রকাশ করছে৷ ভুয়ো খবর দেখাচ্ছে৷ বাস্তব পরিস্থিতি তুলে ধরছে না বাংলার সংবাদমাধ্যম৷ সবকিছু বেশ বেশি করে দেখানো হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *