আমাকে পছন্দ না হলে ভোট দেবেন না, বিস্ফোরক মমতা

দার্জিলিং: কার্শিয়ংয়ের প্রশাসনিক বৈঠকে পাহাড়ে লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাগঢাক না রেখে সাফ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ‘‘আমাকে পছন্দ না হলে ভোট দেবেন না৷ স্থানীয় দলকে ভোট দিন৷ বাইরে থেকে কিছু লোক টাকা ছড়িয়ে ভোট পেয়ে যাচ্ছে৷ আমি যা করতে চেয়েছি, তা আপানারা করতে দেননি৷’’ এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সাফ মন্তব্য,

3 stocks recomended

দার্জিলিং: কার্শিয়ংয়ের প্রশাসনিক বৈঠকে পাহাড়ে লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাগঢাক না রেখে সাফ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ‘‘আমাকে পছন্দ না হলে ভোট দেবেন না৷ স্থানীয় দলকে ভোট দিন৷ বাইরে থেকে কিছু লোক টাকা ছড়িয়ে ভোট পেয়ে যাচ্ছে৷ আমি যা করতে চেয়েছি, তা আপানারা করতে দেননি৷’’

এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সাফ মন্তব্য, ‘‘ভোটের সময় হয় যখন, তখন কিছু লোক এসে অশান্তি ছড়িয়ে যায়৷ এর জন্য আপনাদের ভুগতে হয়৷ আপনাদের ১০০ বছর ধরে ভুগতে হয়েছে৷ আমাদের সময় আমরা আপনাদের অনেক বুঝিয়েছি৷ আরে আমাকে পছন্দ না হলে ভোট দেবেন না৷ তবে, স্থানীয় দলকে ভোট দিন না! কী আছে৷ আমি আপনাদের সঙ্গে আছি৷ কিন্তু আমরা যা করতে পারতাম, যেটা আমরা করতে চেয়েছিলাম, কিন্তু করতে দেওয়া হয়নি৷’’

বলেন, ‘‘নির্বাচনের সময় যা হয় সেটা স্থায়ী সমাধান নয়৷ সব সময় একটাই স্লোগান উঠতে থাকে৷ আর দার্জিলিঙকে বরবাদ করে দেওয়া হয়৷ দেখুন আমার এই কথা হয়তো বলা শোভা পায় না, আমি বলতে দুঃখিত হচ্ছি, এই কথাটা আমি প্রশাসনিক সভা থেকে বলছি তার জন্য মার্জনা করবেন৷ কিন্তু আমার মনে হয়, এখানকার ভূমিপুত্রদের ভোট দেওয়া হয় না৷ আর বাইরে থেকে কেউ যদি এসে প্রচুর টাকা খরচ করে চলে যাই, আর তারা ভোট পেয়ে যাচ্ছে৷ এদের কোন অনুভুতি নেই৷ যাঁরা পাহাড়ের বাসিন্দা, যাঁরা ভূমিপুত্র, তাঁদের পাওয়া উচিত৷ আমরা আপনাদের এখানে জমি কিনতে আসব না৷ বাড়ি করতে আসব না৷ আর আপনাদের এনআরসির নামে ভুল বুঝিয়ে আগুন জ্বালিয়ে যাব না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − six =