NOTA-য় ভোট মানে কি ভোট নষ্ট করা? কী বলছে বিশেষজ্ঞ ব্যাখ্যা?

NOTA-য় ভোট মানে কি ভোট নষ্ট করা? কী বলছে বিশেষজ্ঞ ব্যাখ্যা?

fd0588b9fa87888197379f744eb473a0

নয়াদিল্লি: নোটা চিহ্ন নিয়ে বহু ভোটারের মনে বহু দ্বন্দ রয়েছে৷ ইভিএম মেশিনে এই চিহ্নের প্রয়োজনীয়তার কার্যকারীতা আর কত কী! অধিকাংশের মতে, নোটা চিহ্নে ভোটা দেওয়া মানে কোনও দলের প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত না করা৷ অর্থাৎ ভোট টা নষ্ট! কিন্তু, না এমন মনে করার কোনও কারণ নেই৷

নোটা কথার অর্থ হল, নান অফ দ্য অ্যাভব বা উপরের তালিকাভূক্ত কেউ নয়৷ কোনও ভোট দাতা যখন নোটা চিহ্নে ভোটা দিচ্ছেন, তখন সে নিজের ভোটাধিকার প্রয়োগ করেই ভোট দানে সক্ষম হচ্ছেন৷ এখন তার পছন্দের প্রার্থী না থাকায় তিনি কাউকেই নির্বাচিত করতে পারছেন না৷ এতে কিন্তু কোনো ভাবেই ভোট দানের হার হ্রাস পায় না৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কোনও নির্বাচনে ভোটাররা ভোট দান থেকে বিরত না থেকে প্রার্থী পছন্দ না হলে নোটা চিহ্নের ব্যবহার করতে পারেন৷ এতে অন্তত ভোট দানের পরিমাণ বৃদ্ধি পাবে৷ ভোট দানকে কেন্দ্র করে ছাপ্পা ভোটের মতন দুর্নীতির সম্ভবনা দূর হবে৷ এক কথায় রাজনৈতিক দলের কিছু অসাধু কর্মীর চক্রান্তে ভুয়ো ভোট পরবে না৷ কিন্তু, নিজের ভোট নিজে দিয়ে প্রার্থীকে প্রত্যাখ্যানের পূর্ণ স্বাধীনতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *