প্রথম দফার নির্বাচনে বাংলার সবচেয়ে ধনী প্রার্থীকে জানেন?

কলকাতা: প্রথম দফার নির্বাচনে দুই কেন্দ্র আলিপুরদুয়ার আর কোচবিহার মিলিয়ে মোট ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের হলফনামার ভিত্তিতে ‘এডিআর’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের ২জন প্রার্থীর গড় সম্পদ ২.৫৪ কোটি টাকা, বিজেপি’র ২জন প্রার্থীর গড় সম্পদ ৫৫.২৪ লক্ষ টাকা। প্রথম দফার নির্বাচনে আয়ের নিরিখে সবচেয়ে ধনী প্রার্থী তৃণমূল থেকে

ffc75f40fcf45659b6b4c113e8b555fe

প্রথম দফার নির্বাচনে বাংলার সবচেয়ে ধনী প্রার্থীকে জানেন?

কলকাতা: প্রথম দফার নির্বাচনে দুই কেন্দ্র আলিপুরদুয়ার আর কোচবিহার মিলিয়ে মোট ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের হলফনামার ভিত্তিতে ‘এডিআর’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের ২জন প্রার্থীর গড় সম্পদ ২.৫৪ কোটি টাকা, বিজেপি’র ২জন প্রার্থীর গড় সম্পদ ৫৫.২৪ লক্ষ টাকা।

প্রথম দফার নির্বাচনে বাংলার সবচেয়ে ধনী প্রার্থীকে জানেন?প্রথম দফার নির্বাচনে আয়ের নিরিখে সবচেয়ে ধনী প্রার্থী তৃণমূল থেকে বিজেপি-তে নাম লেখানো কোচবিহার কেন্দ্রেরই বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক৷ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুসারে তাঁর ২০১৭-২০১৮ সালের স্বঘোষিত আয় ১০ লক্ষ টাকার বেশি। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকেরও, তাঁর হাতে থাকা নগদ টাকার পরিমাণ ২লক্ষ ২৫হাজার ১৫০টাকা।

প্রথম দফার নির্বাচনে বাংলার সবচেয়ে ধনী প্রার্থীকে জানেন?সম্পদ, আয়ের নিরিখে পিছিয়ে নেই আলিপুরদুয়ার কেন্দ্রের তৃণমূল প্রার্থী দশরথ তিরকেও। চার বছরে তাঁর আয় বেড়েছে আট গুণ! নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী ২০১৩-১৪ সালে তাঁর বার্ষিক আয়ের পরিমাণ ছিল ৭৩হাজার ৫৬৭টাকা, ২০১৭-১৮ সালে তাঁর বার্ষিক আয়ে বেড়ে দাঁড়িয়েছে ৬লক্ষ ৮৩হাজার ৫৫০টাকা। প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি ফৌজদারি মামলা রয়েছে কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *