আজ বিকেল: দেশের প্রথম রূপান্তরকামী প্রার্থীকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট দিল কেজরিওয়ালের আম আদমি পার্টি।আর কেন্দ্রটি যোগীর সাধের প্রয়াগরাজ। প্রার্থী হলেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার কিন্নর আখড়ার প্রধান ভবানী নাথ বাল্মীকি।এদিন প্রবীণ আপ নেতা সঞ্জয় সিং ভবানী নাথকে প্রার্থী হিসেবে ঘোষণর পর বলেন, বিজেপি আইন করে রূপান্তরকামীদের অসম্মান করেছে, আপ রূপান্তরকামীদের সসম্মানে বাঁচার অধিকার ফিরিয়ে দিতে চায়, তাই সাংবিধানিক অধিকার পাওয়ার লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হল তাঁদের। বিজেপির মুখে যোগ্য জবাব ছুঁড়ে দিন দেশের রূপান্তরকামীরা।
এই প্রসঙ্গে ভবানী নাথ বলেন, বিজেপি তাঁদের সম্মান দেননি, কিন্তু কেজরিওায়ালের আপ তাঁদের সম্মান দিয়েছে। এর যোগ্য মর্যাদা তাঁরা দেবেন।তাই লড়াই শুরু করেছেন, মানুষের মন জয় করে ভোটে জিতে সাংসদ পদ পেতেই হবে, তাহলেই আরও ভাল করে জনগণের উন্নতিকল্পে কাজ করতে পারবেন। এমনিতে প্রখ্যাত সমাজসেবী হিসেবে পরিচিত ভবানী নাথ বাল্মীকি ১৪ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান। ২০১১-তে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ১২ সালে হ্বজ করে আসেন। পরের বছর ফের হিন্দু ধর্ম গ্রহণ করলে অখিল ভারতীয় হিন্দু মহাসভার কিন্নর আখড়ার তরফে তাঁকে প্রধান করা হয়। উত্তরপ্রদেশের বিশিষ্ট সমাজসেবী ভবানী নাথ, শৈশবেই বুঝেছিলেন তাঁর ভিতরে নারী সত্ত্বা জাগ্রত হচ্ছে তাই বাড়ি থেকে পালিয়ে নিজের জগৎ তৈরি করে নেন। আজ সেই জগতই তাঁকে সাংবিধানিক ক্ষমতার দিকে একধাপ এগিয়ে দিল। ভোটে জিতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করাই এখন প্রধান লক্ষ্য বাল্মীকির।