আজ বিকেল: ভোট আসলেই প্রার্থীদের সম্পত্তির হিসেব নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়। এই কাজে এগিয়ে থাকে বিরোধীরা। যেই না রুলিং পার্টির জনপ্রিয় নেতা মনোনয়ন জমা দিলেন তখনই তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব নিয়ে কাটা ছেঁড়া শুরু হয়ে যায়। রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকার আগে তাঁর সম্পত্তি কত ছিল দুটোর তুল্যমূল্য বিচার তো চলবেই। আজ রইল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের স্ত্রী ও ছেলের সম্পত্তির হালহকিকত।
সম্প্রতি একটি ফেসবুক গ্রুপের তরফে করা একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ৩১ মার্চের সেই ভাইরাল পোস্টে দেখা গিয়েছে যে অমিত শাহের স্ত্রী সম্পত্তি গত পাঁচ বছরে ১৬ গুন বেড়েছে। আর তাঁর ছেলে জয় শাহের সম্পত্তি বেড়েছে প্রায় ১৬ হাজার গুন এমনিতেই জয় শাহের অর্থোপার্জন নিয়ে বিতর্ক কম নেই। এনিয়ে একটি মামলাও চলছে সুপ্রিমকোর্টে। ফের সেই একই বিষয় প্রকাশ্যে এলেও জয় শাহের প্রসঙ্গ এখন এখানেই ইতি। ফিরে আসি শাহ ঘরনির প্রসঙ্গে, সত্যিকি তাঁর সম্পত্তি গত পাঁচ বছরে ১৬গুন বেড়েছে? যদিও তদন্ত বলছে এই বক্তব্য়ের সবটাই সত্য়ি নয়, বেশকিছুটা জলমেশানো রয়েছে।ফেসবুক পোস্টে ছবিও প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ছেলে জয়ের বিয়েতে সস্ত্রীক অমিত শাহ সঙ্গে রয়েছেন নরেন্দ্র মোদি। নিচে লেখা কে বলে বিকাশ হয়নি।
তবে লোকজন যাই বলুক এই পোস্টটি ১৫০ বারের বেশি ইতিমধ্যেই শেয়ার হয়েছে। মূলত বিজেপির বর্ষীয়ান নেতা আদবানিকে প্রায় সরিয়েই তাঁর কেন্দ্র গান্ধীনগর থেকে এবার লড়ছেন অমিত শাহ। ৩০ মার্চ তিনি মনোনয়ন জমা দিয়েছেন,আর তারপর থেকেই স্ত্রী ও ছেলের সম্পত্তির পরিমাণ নিয়ে শুরু হয়েছে জল্পনা।