জানেন, কত কোটির মালিক বিজেপি প্রার্থী সানি দেওল? চমকে উঠবেন

পাঞ্জাব: পাঞ্জাবের গুরুদাসপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সোমবার মনোনয়ন জমা দিলেন সানি দেওল। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় তিনি এবং তাঁর স্ত্রীর মোট ৮৭ কোটি ১৮ লক্ষ টাকার সম্পত্তির কথা ঘোষণা করেছেন। তারমধ্যে আনুমানিক ৬০ কোটি ৪৬ লক্ষ টাকার অস্থাবর এবং ২১ কোটি টাকার স্থাবর সম্পত্তি দেখিয়েছেন তিনি। অভিনেতার আসল নাম অজয় সিং

জানেন, কত কোটির মালিক বিজেপি প্রার্থী সানি দেওল? চমকে উঠবেন

পাঞ্জাব: পাঞ্জাবের গুরুদাসপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সোমবার মনোনয়ন জমা দিলেন সানি দেওল। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় তিনি এবং তাঁর স্ত্রীর মোট ৮৭ কোটি ১৮ লক্ষ টাকার সম্পত্তির কথা ঘোষণা করেছেন।

তারমধ্যে আনুমানিক ৬০ কোটি ৪৬ লক্ষ টাকার অস্থাবর এবং ২১ কোটি টাকার স্থাবর সম্পত্তি দেখিয়েছেন তিনি। অভিনেতার আসল নাম অজয় সিং দেওল। ২০১৭-১৮ সালের অর্থবর্ষে ৬৩ লক্ষ ৮২ হাজার, ২০১৬-১৭ সালে ৯৬ লক্ষ ২৯ হাজার এবং ২০১৫-১৬ সালের অর্থবর্ষে তিনি ২ কোটি ২৫ লক্ষ টাকা আয়ের হিসেব দেখিয়েছেন। এছাড়াও তাঁর নামে ৯ লক্ষ ৩৬ হাজার টাকার ফিক্সড ডিপোজিট এবং বিভিন্ন খাতে ১ কোটি ৪৩ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন।

এছাড়াও অভিনেতার যে গাড়িগুলি রয়েছে তার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৬৯ লক্ষ টাকা। চলচ্চিত্র দুনিয়ার একজন অভিনেতা, পরিচালক, প্রযোজক হিসেবে নিজের পেশা দেখিয়েছেন সানি। তাঁর হাতে নগদ ২৬ লক্ষ টাকা এবং স্ত্রী লিন্ডা দেওলের হাতে নগদ ১৬ লক্ষ টাকা রয়েছে। ‘গদর’, ‘বর্ডার’ খ্যাত অভিনেতার বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। এদিন মনোনয়ন পেশের সময় সানির ভাই ববি দেওলও হাজির ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =