প্রচারে বাধা, থানার সামনে ধর্নায় বিজেপি প্রার্থী অনুপম

কলকাতা: বিজেপি প্রার্থী অনুপম হাজরার প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে৷ পুলিশি বাঁধা পেয়ে পূর্ব যাদবপুর থানার সামনে ধর্নায় বিজেপি প্রার্থীর৷ পুলিশের সঙ্গে কথা কটাকাটির অভিযোগ৷ বিজেপি প্রার্থীর অভিযোগ, প্রচারের জন্য আগে থেকে অনুমতি চাওয়া হলেও তা দেয়নি পুলিশ৷ বারংবার আর্জি জানানো পরও অনুমতি না মেলা সত্ত্বেও সমর্থকদের নিয়ে শুক্রবার প্রচার শুরু করেন তিনি৷ অভিযোগ,

9d21b07c92454bb19d61bbb47b313e52

প্রচারে বাধা, থানার সামনে ধর্নায় বিজেপি প্রার্থী অনুপম

কলকাতা: বিজেপি প্রার্থী অনুপম হাজরার প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে৷ পুলিশি বাঁধা পেয়ে পূর্ব যাদবপুর থানার সামনে ধর্নায় বিজেপি প্রার্থীর৷ পুলিশের সঙ্গে কথা কটাকাটির অভিযোগ৷

বিজেপি প্রার্থীর অভিযোগ, প্রচারের জন্য আগে থেকে অনুমতি চাওয়া হলেও তা দেয়নি পুলিশ৷ বারংবার আর্জি জানানো পরও অনুমতি না মেলা সত্ত্বেও সমর্থকদের নিয়ে শুক্রবার প্রচার শুরু করেন তিনি৷ অভিযোগ, প্রচারে অনুমতি না থাকায় বাঁধা দেয় পুলিশ৷ পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রার্থী-সহ বিজেপির নেতা কর্মীরা৷ ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ প্রচারে বাঁধা পেয়ে পূর্ব যাদবপুর থানার সামনেই দলবল দিয়ে ধর্নায় বসে পড়েন অনুপম৷

বলেন, ‘‘আজ আমি গোবিন্দপুর মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করতে গিয়েছিলাম৷ কোন মিছিল নয়, শুধুমাত্র জনসংযোগের জন্য আমি ওখানে গিয়েছিলাম৷ হঠাৎ করে পুলিশ থেকে আমাকে বলা হল, ব়্যালি করতে পারবেন না৷ আমি প্রশ্ন করলাম৷ নির্বাচন কমিশনের কোন আইনি আপনি আমাকে জনসংযোগ করতে দেবে না৷ এরপর আমি তর্কের খাতিরে জনসংযোগ করাটাও বন্ধ করে দিলাম৷ তারপর আমি খবর পেলাম, মুকুন্দ ভবনের সামনে আমাদের কর্মীরা মার খেয়েছেন৷ আমি সেখানে যেতে চাই৷ কিন্তু, পুলিশ সেখানেও আমাকে বাধা দেয়৷ এরপরই আমি সিদ্ধান্ত নিই, আমাকে যখন কোথায় যেতে দেওয়া হচ্ছে না, তখন আমি থানার সামনে ধর্নায় বসব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *