হতাশ বিরোধীরা, তাই ইভিএম নিয়ে অভিযোগ তুলছে: মোদি

লোহারদাগা: ইভিএমে কারচুপির অভিযোগ নিয়ে বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ঝাড়খণ্ডের লোহারদাগায় নির্বাচনী জনসভা করেন মোদি। সেখানে তিনি দাবি করেন, তৃতীয় দফার ভোটে বিরোধী জোটের আশা শেষ হতে যাচ্ছে। আর সেটা বুঝতে পেরেই বিভিন্ন অজুহাত খুঁজছে বিরোধীরা। কিন্তু বিরোধী দলগুলিকে মনে করিয়ে দিতে চাই যে, তাদের আর কোনও বিকল্প পথ খোলা নেই। এবার

154c574ba2ce07581dca110cc059234c

হতাশ বিরোধীরা, তাই ইভিএম নিয়ে অভিযোগ তুলছে: মোদি

লোহারদাগা: ইভিএমে কারচুপির অভিযোগ নিয়ে বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ঝাড়খণ্ডের লোহারদাগায় নির্বাচনী জনসভা করেন মোদি।

সেখানে তিনি দাবি করেন, তৃতীয় দফার ভোটে বিরোধী জোটের আশা শেষ হতে যাচ্ছে। আর সেটা বুঝতে পেরেই বিভিন্ন অজুহাত খুঁজছে বিরোধীরা। কিন্তু বিরোধী দলগুলিকে মনে করিয়ে দিতে চাই যে, তাদের আর কোনও বিকল্প পথ খোলা নেই। এবার তাদের পরাজয় মেনে নেওয়া উচিত।

এদিকে প্রথম দু’দফার ভোটের পর থেকে ইভিএম নিয়ে নানা অভিযোগ উঠেছিল। তবে তৃতীয় দফার ভোট শেষ হতেই এনিয়ে সরব হয় ২১ দলের বিরোধী জোট। তাদের অভিযোগ, কংগ্রেস বা অন্য কোনও দলের বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপির চিহ্নে। ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার দাবি তোলা হয়।
এদিন ঝাড়খণ্ডের সভা থেকে ইভিএম নিয়ে বিরোধীদের অভিযোগ নিয়ে মুখ খোলেন মোদি।

তিনি বলেন, বিরোধীরা শিশুসুলভ আচরণ করছে। যখন কেউ পরীক্ষায় অকৃতকার্য হয়, তখনই এরকম অজুহাত তোলা হয়। তাঁর দাবি, তৃতীয় দফার ভোট শেষ হয়েছে। ভোটে তাদের হার নিশ্চিত বুঝতে পেরেছে বলেই নানারকম যুক্তি খাড়া করতে উঠেপড়ে লেগেছে বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *