Aajbikel

ফের কি ভেস্তে যাবে বাম-কংগ্রেস জোট? এখনও অধরা আসনরফা

 | 
ফের কি ভেস্তে যাবে বাম-কংগ্রেস জোট? এখনও অধরা আসনরফা
 

কলকাতা: একুশের নির্বাচনী ‘রণে’ জোট বেঁধেই লড়তে চলেছে বাম-কংগ্রেস শিবির৷ বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে তাঁরা যে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবে সে বিষয়ে কোনও দ্বিমত নেই৷ কিন্তু রবিবার আসন বণ্টন নিয়ে দু’দলের যৌথ বৈঠকে শোনা গেল মতানৈক্যের সুর৷

আরও পড়ুন- ‘কিং-মেকার’ হতে পারে বাম-কংগ্রেস জোট! কীভাবে? পড়ুন বিস্তারিত


আসন্ন বিধানসভা নির্বাচনে ১৩০টি আসনে লড়তে চাইছে কংগ্রেস৷ অন্যদিকে, প্রতিটি আসন ধরে আলোচনার পক্ষপাতী বাম শিবির৷ আজ এক ঘণ্টার বৈঠকে থেকে উঠে এল না কোনও সমাধান সূত্র৷ কিন্তু কোথায় এই মতানৈক্য? আসন্ন নির্বাচনে বাম-কংগ্রেস যে একজোট হয়েই লড়বে, তা প্রায় নিশ্চিত৷ কিন্তু আসন বণ্টন নিয়ে দেখা দিয়েছে মতানৈক্য৷ কোন দল ক’টি আসনে লড়বে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন৷


এদিনের বৈঠকের শুরুতে অধীর রঞ্জন চৌধুরী বলেন, তাঁদের অঙ্কের হিসেব অনুসারে ১৩০টি আসন কংগ্রেসকে ছাড়া উচিত৷ গত কয়েকটি নির্বাচনের নিরিখে একটি পরিসংখ্যান তুলে ধরেন তিনি৷ তাঁর কথায়, দেখা গিয়েছে গত কয়েক বছরে ২৭ শতাংশ থেকে বামাদের আসন কমে হয়েছে ৭ শতাংশে নমেছে৷ আর ১১ শতাংশ থেকে কমে ৫ শতাংশে পৌঁছেছে কংগ্রেস৷ কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস অনেকটাই ঘুরে দাঁড়াতে শুরু করেছে৷ সেখানে বামাদের অবস্থান ততটা দৃঢ় নয়৷ তাই একুশের নির্বাচনে কংগ্রেসকে ১৩০টি আসন ছাড়া উচিত বলেই দাবি তাঁর৷ 


অধীর চৌধুরী আরও বলেন, গত বিধানসভা নির্বাচনে তাঁরা জোট বেঁধে লড়লেও, অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে বাম নেতৃত্ব তাঁদের এড়িয়ে গিয়েছে৷ যেমন তিনি মঞ্চে ভাষণ দেওয়ার সময় সীতারাম ইয়েচুরিকে দেখা গিয়েছে  চায়ের দোকানে বসে থাকতে৷ তাঁর ভাষণ শেষ হওয়ার পর মঞ্চে ওঠেন ইয়েচুরি৷ এবারও এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে৷

 
অন্যদিকে বামেদের দাবি একেবারে ১২৫ বা ১৩০টি আসন কংগ্রেসকে ছাড়া হবে, এখনই তা বলা সম্ভব নয়৷ বরং আসন ধরে ধরে আলোচনা করা হোক৷ এবার ১৬টি দল একজোট হয়ে ভোট ময়দানে নামছে বামফ্রন্ট৷ চাইছে৷ তাই আসন নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা চাইছে তারা৷ 

আরও পড়ুন- বাংলায় ওয়েইসি বিরাট সাহায্য করবেন, ঈশ্বর ওঁকে শক্তি দিন: বিজেপি সাংসদ


এদিন প্রায় এক ঘণ্টা বৈঠকের পরও আসন নিয়ে রফা সূত্র মেলেনি৷ পরবর্তী ক্ষেত্রে ফের আলোচনায় বসবে দুই শিবির৷ আপাতত সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে৷ এদিন বৈঠকের পর অধীর চৌধুরী বলেন, আগামী দিনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেস জোট বেঁধে লড়াই করবে৷ আগেও একথা বলা গয়েছে৷ এদিন আলোচনা হয়েছে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে৷ এই মাসের মধ্যেই আসন বন্টনের বিষয়টি আমরা সমাধান করে ফেলতে চাই৷ 
অন্যদিকে বিমান বসু বলেন, বাম-কংগ্রেস কাঁধে কাঁধ মিলিয়ে আসন্ন সংগ্রামে নামবে৷ এই বিষয়ে দুই দলের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই৷ আসন বণ্টন নিয়ে এখনও সমঝোতা না হলেও, আমাদের মধ্যে কোনও তিক্ততা নেই৷   
 

Around The Web

Trending News

You May like