ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। ভোটে জিততে নাম না করে বিরোধীদের বাড়ির ছাদে ও পাঁচিলে ওঠার নির্দেশ দিলেন তিনি। রামপুরহাটের এক নম্বর ব্লকের কর্মী সম্মেলনে গিয়ে এই নিদান দেন তিনি। যদিও বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই মন্তব্যের সপক্ষে সাফাইও দেন তিনি।
কখনও পাঁচনের বাড়ি, তো কখনও গুড় বাতাসার নিদান। বিতর্কিত মন্তব্যের জেরে প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আসন্ন লোকসভা ভোটে বিরোধীদের ভোট আটকাতে ফের নয়া নিদান তাঁর। রামপুরহাট ১ নম্বর ব্লকের কর্মী সম্মেলনে গিয়ে ভোটে জিততে নাম না করে বিরোধীদের বাড়ির ছাদে ও পাঁচিলে ওঠার নির্দেশ দেন অনুব্রত। যদিও এবিষয়ে পরে অনুব্রতর সাফাই ফ্ল্যাগ, পোস্টার লাগাতে বাড়ির ছাদে ও পাঁচিলে ওঠার নির্দেশ দিয়েছেন তিনি।
তবে, অনুব্রতর মন্তব্যের পাল্টা দিলেন জেলা বিজেপি নেতৃত্ব। এভাবে বিরোধীদের আটকানো যাবে না বলে মন্তব্য করেন বিজেপি নেতা শুভাশিস চৌধুরী। আসন্ন লোকসভা ভোটে রাজ্যে ৪২ এ ৪২ টি আসন জিততেই মরিয়া তৃণমূল। বিরোধী বিজেপি শিবিরের উত্থান ঠেকাতে অনুব্রতর নয়া নিদান কতটা কার্যকারী হয়, অপেক্ষায় রাজনৈতিক মহল।