কলকাতা: কিছুদিন আগেই গোরুর দুধে সোনা তত্ত্ব জনসমক্ষে ঘোষণা করে যথেষ্ট অপমানিত হয়েছেন বাংলার বিজেপি সংসদ দিলীপ ঘোষ৷ এবার তার পাল্টা দিতে গিয়ে দিলীপ ঘোষের ফের তুলে এনেছেন গাধার তত্ত্ব৷
গোরুর দুধে সোনা থাকে, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপের মন্তব্য, ‘‘অনেকেই নাকি গোরু নিয়ে গোল্ড লোন নিতে চলে যাচ্ছেন৷ এইসব যারা করছেন, তাঁরা গোরুর চেয়েও কম বোঝেন৷ গাধারা যেমন গোরু সম্পর্কে কিছুই জানে না, তেমনি অনেকেই গোরু নিয়ে কিছু বোঝেন না৷ কেউ প্রমাণ করে দেখাক, যে আমি ভুল বলেছি৷ আমি রোজ গোরুর দুধ খাই৷’’
কয়েকদিন আগেই বর্ধমানের নিউ টাউন হলে গাভী কল্যাণ সমিতির সভা থেকে দিলীপ জানান, গোরুর কুঁজে স্বর্ণনাড়ি আছে৷ সেখানে রোদ পড়লে সোনা তৈরি হয়৷ তাই দুধের রং হলদেটে৷ এই মন্তব্য খুব অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷
গোরু নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যকে রাজনীতির প্রাঙ্গণে নামতে সময় নষ্ট করেনি তৃণমূল-সহ বিরোধীরা৷ সেটাই স্বাভাবিক৷ গেরুয়া শিবিরকে গোরু অস্ত্রে ঘায়েল করতে পিছপা হয়নি তৃণমূল৷ এই নিয়ে চলছে আলোচনা৷
এতদিন চুপ থাকার পর দিলীপ ঘোষ বিজেপি সাংসদ বলেই ফেললেন, ‘‘যারা বোঝে না, তারা গাধা৷ যারা গোরু নিয়ে ব্যাংকে গিয়ে গোল্ড লোন নিতে যাচ্ছেন, তাঁরা গোরুর চেয়েও কম বোঝেন৷ আমাকে ভুল প্রমাণ করে দেখাক৷ আমার দম আছে৷ তাই গোরুর দুধ খাই৷ কিছু লোক আছে, যাদের কথায় কেউ কেউ গোরু নিয়ে গোল্ড লোন নিতে যাচ্ছে৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব ছাড়ানোর চেষ্টা করছে৷’’