কলকাতা: ঢাকঢোল পিটিয়ে ঘটানো হয়েছিল দলবদল৷ ফলাও করে কৃতিত্বও দাবি করেছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ এবার দলবদলের ‘রোগে’ কার্যত জেরবার গেরুয়া শিবির৷ দল ভাঙিয়ে আনা নতুন সদস্যদের নিয়ে দলের অন্দরে যে সমস্যা তৈরি হয়েছে তা এবার প্রকাশ্যেই মেনে নিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তবে, নতুনদের নিয়ে সমস্যা রুখতে এবার পুরানো কর্মীদের বার্তা দিলীপে৷
শনিবার দলীয় সাংগঠনিক বৈঠক দিলীপ ঘোষের মন্তব্য, দল অনেক বড় হয়েছে৷ প্রতিদিন কোনও না কোনও রাজনৈতিক দল থেকে আমাদের দলে যোগদানের জন্য ভিড় বাড়ছে৷ আমাদের উচিত নতুনদের যোগ্য সম্মান দিয়ে দলে কাজ ভাগ করে নেওয়া৷ দলের পুরানো কর্মীদের বার্তা দিয়ে দিলীপ ঘোষের যুক্তি, আমরা দলকে ভালোবেসে কাজ করছি৷ বহু অত্যাচার সহ্য করে দরে পড়ে আছি৷ বহু বাধা-বিপত্তি উপেক্ষা করে আমরা দলকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি৷ সুতরাং দলকে বড় করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে৷ দোলের নতুন-পুরানো সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করাটাই আমাদের কাছে প্রথম চ্যালেঞ্জ৷ সবার যোগ্যতা অনুযায়ী কাজে লাগানো উচিত৷ কারণ, যাঁরা নতুন দলে আসছেন, তাঁদের অভিজ্ঞতা দেখে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ৷
বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের পরিসংখ্যান তুলে ধরে এ দিলীপ ঘোষ জানান, রাজ্যে ৬০ লক্ষের বেশি মানুষ বিজেপির সদস্যপদ নিয়েছেন৷ এতে আনন্দিত হওয়ার কথা নয়৷ কারণ আমাদের এক কোটি সদস্য সংগ্রহ করাটাই প্রথম টার্গেট৷ ২০২১ এর আগে মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে না পারলে কিছুই হবে না৷ এক কোটি সদস্যপদ তৈরি করতেই হবে৷ শনিবার আইসিসিআরে দলের সাংগঠনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন অরবিন্দ মুকুল রায়ের নেতৃত্বে প্রতিনিধিরা৷