কলকাতা: নজরে বাংলা৷ ২০২১-এ রয়েছে রাজ্য বিধানসভা নির্বাচন৷ তার আগেই রয়েছে সেমিফাইনাল, পুরসভা নির্বাচন৷ চলছে জোরকদমে প্রস্তুতি৷ আর সেই প্রস্তুতির মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বাংলার তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন৷ বিজেপিকে রুখতে কোথাও তৃণমূলের সঙ্গে সরাসরি সমঝোতার প্রস্তুতি, কোথাও আবার হেভিওয়েট সাংসদ প্রার্থীকে আনিয়ে যুদ্ধ জয়ের মরিয়া চেষ্টা তৃণমূলের৷ সবমিলিয়ে উপ নির্বাচনের ভোটের বাজার কার্যত গরম৷
বাংলায় বিজেপি-তৃণমূলকে রুখতে অলিখিত জোট করেছিল বাম-কংগ্রেস৷ কিন্তু লোকসভা নির্বাচনে ‘মানিব্যাগে’র কারণে ভেস্তে গিয়েছিল জোট পর্ব৷ নিজস্ব শক্তি দিয়ে লড়াই করার ফলাফল মিলেছিল ইভিএমে৷ কার্যত তৃতীয় ও চতুর্থ স্থানে থামতে হয়েছে বাম-কংগ্রেস৷ লোকসভা নির্বাচনে সেই ক্ষত মিটতে না মিটতেই এবার সরাসরি তৃণমূলের সঙ্গে সমঝোতার বার্তা পাঠালো প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷
জানা গিয়েছে, খড়গপুর সদর আসনটি তৃণমূলকে ছাড়তে রাজি হয়েছে কংগ্রেস৷ বিজেপিকে রুখতে তৃণমূলের সঙ্গে সমঝোতার প্রস্তাব দিয়ে দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকে পাঠানো হয়েছে চিঠি৷ আব্দুল মান্নান চিঠিতে সোনিয়া গান্ধীকে চিঠি লিখলেন জানিয়েছেন, বিজেপিকে রুখতে তৃণমূলের সঙ্গে সমঝোতা প্রয়োজন৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দুর্গ বলে পরিচিত খড়গপুর সদর আসনটি ছেড়ে দেওয়া হোক তৃণমূলকে৷ প্রয়োজনে সমর্থন করা হোক৷ খড়গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুর নিয়ে কংগ্রেসের অবস্থানও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে জানানো হয়েছে৷
অন্যদিকে, খড়গপুর বিধানসভার উপনির্বাচনে কোমর বেঁধে নামছে তৃণমূল৷ অবাঙালি অধ্যুসিত এলাকায় বিজেপিকে পরাস্ত করতে প্ল্যান করে ফেলেছে ঘাসফুল শিবির৷ সূত্রের খবর খড়গপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী৷ তাঁর নামে মোটামুটি চূড়ান্ত করে ফেলেছেন তৃণমূল সুপ্রীমো৷ দলনেত্রী চাইছেন খড়গপুর বিধানসভা নিজেদের দখলে এনে বিজেপিকে বড়সড় ধাক্কাদিতে৷ আর সেই কারণে খড়গপুর বিধানসভার উপনির্বাচনে ‘ওজনদার’ প্রার্থী দীনেশ ত্রিবেদীর টিকিট পাওয়া কথা মোটামুটি পাকা হয়ে গিয়েছে৷ এই বিধানসভার উপনির্বাচনে দীনেশ ত্রিবেদীর সারথি হিসেবেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তাঁকে ভোটের দায়িত্ব দিতে পারেন নেত্রী৷
গত বিধানসভার নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হওয়ায় এই আসনে উপনির্বাচন হচ্ছে৷ আর এই উপনির্বাচনে জিতে জঙ্গলমহলে বিজেপিকে ধাক্কা দেওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল৷ কারণ বিগত লোকসভা ভোটে জঙ্গলমহলে ঘাসফুল সাফ হয়েগিয়েছে৷ ফলে, ২০২১ বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে ফের ঘাসফুল ফোঁটাতে খড়গপুর বিধানসভার উপনির্বাচনে জেতা জরুরি৷ এছাড়া অবাঙালি অধ্যুসিত বিধানসভা নিজেদের দখলে নিয়ে ফের অবাঙালি ভোট নিজেদের অনুকূলে টানতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলে খড়গপুর বিধানসভার উপনির্বাচনে অবাঙালি প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকেই বেশি পছন্দ মুখ্যমন্ত্রীর৷ তবে, কংগ্রেস-তৃণমূল তাঁদের কৌশল ফাঁস করলেও এখনও গোপনে বিজেপি৷