যাদবপুর-কাণ্ডে অমিত শাহকে কড়া চিঠি ক্ষুব্ধ দিলীপের

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহের ঘটনায় এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিদ্রোহ ঘোষণা দিলীপ ঘোষের৷ অমিত শাহকে চিঠি পাঠিয়ে গোটা ঘটনার কথা উল্লেখ করেন তিনি৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিলীপ ঘোষ জানিয়েছে, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহ করা হয়েছে৷ পুলিশের কাজ করতে হয়েছে রাজ্যপালকে৷ এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক৷ একজন কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করতে

যাদবপুর-কাণ্ডে অমিত শাহকে কড়া চিঠি ক্ষুব্ধ দিলীপের

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহের ঘটনায় এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিদ্রোহ ঘোষণা দিলীপ ঘোষের৷ অমিত শাহকে চিঠি পাঠিয়ে গোটা ঘটনার কথা উল্লেখ করেন তিনি৷

স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিলীপ ঘোষ জানিয়েছে, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহ করা হয়েছে৷ পুলিশের কাজ করতে হয়েছে রাজ্যপালকে৷ এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক৷ একজন কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করতে হচ্ছে রাজ্যপালকে৷ এর থেকে লজ্জার কী আছে?’’ এই নিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা মুকুল রায়৷ সংবাদ মাধ্যমে মুকুলের দাবি, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, তা রাজ্যের আইন-শৃঙ্খলার প্রতিচ্ছবি৷’’ গোটা বিষয়টি বিবেচনা করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার অমিত শাহের কাছে আর্জি জানিয়েছেন দিলীপ ঘোষ৷

রাজভবন সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে হেনস্থার ঘটনায় বিবৃতি জারি করা হয়েছে৷ তাতে জানানো হয়েছে, যেভাবে মন্ত্রীকে আটকে করে রাখা হয়েছে, তা আদতে রাজ্যের আইন-শৃঙ্খলার প্রতিচ্ছবি৷ সূত্রের খবর, বৃহস্পতিবার মন্ত্রীকে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিগ্রহের ঘটনায় আজ বিবৃতি দিতে পারেন রাজ্যপাল৷ একই সঙ্গে উপাচার্য ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা প্রসঙ্গও উঠে আসতে পারে বলে খবর৷ এই নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =