কলকাতা: লোকনাথ পুজোর অনুষ্ঠানে দেখা হয়েছিল মুকুল সব্যসাচীর৷ এবার গণেশ পুজো সব্যসাচীর বাড়িতে হাজির রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ সব্যসাচীর পুজোর উদ্বোধনে দিলীপ ঘোষের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা৷ তাহলে কি সব্যসাচীর দলবদল এখন সময়ের অপেক্ষা? উঠছে প্রশ্ন৷
বিজেপি সূত্রে খবর, আজ সোমবার সব্যসাচীর বাড়িতে গণেশ পুজোর উদ্বোধন উপলক্ষ্যে হাজির হন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ ছিলেন বিজেপি নেতা মুকুল রায়৷ গণেশ পুজোর উদ্বোধনের পর সব্যসাচীর বাড়িতে দেখা করতে যান মুকুল রায়৷ আর এই নিয়ে শুরু হয়েছে সব্যসাচীর দলবদলে জল্পনা৷ দিলীপ ঘোষকে দিয়ে সব্যসাচীর গণেশ পুজো উদ্বোধন ঘটনা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা৷
লোকসভা ভোটের আগে সব্যসাচীর বিজেপিতে শুরু হয় বিতর্ক৷ মুকুল-সব্যসাচীর লুচি-আলুর দম বৈঠক ঘিরে জল্পনার সূত্রপাত ঘটে৷ এরপর নানান বিতর্কে জড়িয়ে সব্যসাচী মেয়র পদ থেকে ইস্তফা দেন৷ তবে ইস্তফা দিলেও দল ছাড়েননি সব্যসাচী৷ কিন্তু তৃণমূল থেকেও নিজের পুজোর উদ্বোধনে কেন বিজেপি রাজ্য সভাপতিকে আমন্ত্রণ? তা নিয়ে উঠছে প্রশ্ন৷
যদিও এদিনের সব্যসাচীর গণেশ পুজোর মণ্ডপ ছিল পদ্মফুলের ঢাকা৷ গণেশ পুজোর মণ্ডপে পদ্ম ফুল দিয়ে সাজিয়ে ঠিক কী ইঙ্গিত দিতে চাইলেন সব্যসাচী? তাহলেকি সব্যসাচীর বিজেপিতে যোগ দেওয়া পাকা? এর আগে সব্যসাচীর বাড়ি অন্যত্র সাক্ষাৎ করেছেন মুকুল রায়৷ সেইসব সাক্ষাৎ যদিও সৌজন্যের বলা হলেও ইতিমধ্যেই জল মারতে শুরু করেছে তৃণমূল৷ তৃণমূল নেতার পুজোর উদ্বোধনে বিজেপি সভাপতির উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা৷