রাজনীতিতে সৌরভকে স্বাগত জানালেন দিলীপ, জবাব দিলেন মহারাজ

কলকাতা: সর্বসম্মতভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের সভাপতি পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আজ দুপুরে বিসিসিআইয়ের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন দাদা৷ আগামী ২৩ তারিখ আনুষ্ঠানিক ভাবে বোর্ডের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে দেবেন মহারাজ৷ বিসিসিআইয়ের সভাপতি পদ নির্বাচন হওয়ার আগে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজনীতিতে স্বাগত জানালেন দিলীপ ঘোষ৷ যদিও, রাজনীতিতে যাওয়ার সমস্ত জল্পনায় জল ঢেলে সংবাদ মাধ্যমে

imagesmissing

কলকাতা: সর্বসম্মতভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের সভাপতি পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আজ দুপুরে বিসিসিআইয়ের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন দাদা৷ আগামী ২৩ তারিখ আনুষ্ঠানিক ভাবে বোর্ডের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে দেবেন মহারাজ৷ বিসিসিআইয়ের সভাপতি পদ নির্বাচন হওয়ার আগে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজনীতিতে স্বাগত জানালেন দিলীপ ঘোষ৷ যদিও, রাজনীতিতে যাওয়ার সমস্ত জল্পনায় জল ঢেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন সৌরভ৷

সোমবার রাজ্য বিজেপি সভাপতি বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে একজন সফল ক্রিকেটার৷ তাঁর মতো যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে আসার প্রয়োজন৷ কারণ, রাজনীতিতে কিছু বাজে লোক ঢুকে পরে৷ আর তার জেরে রাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে৷ সাধারণ মানুষের জন্যই রাজনীতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে দরকার বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

সৌরভকে বোর্ড পরবর্তী সভাপতি পদের নির্বাচনে রাজনীতির ছোঁয়া থাকে তা দাবি করেছেন মেদিনীপুরের সাংসদ৷ দিলীপ ঘোষ এবিষয়ে জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচনে কেন্দ্রের শাসক দলের একটা ভূমিকা থাকে৷ তবে তা সরাসরি নয়৷ কিন্তু, সৌরভ সরাসরি যদি রাজনীতিতে যোগদান করেন, তাহলে তাঁকে স্বাগত জানানো হবে বলে জানান দিলীপ ঘোষ৷

রাজনীতি বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় আজ সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘এখন রাজনীতিতে যাওয়ার কোনও ইচ্ছা নেই৷ ভারতীয় ক্রিকেট বোর্ডকে সংস্কার করা এখন মূল লক্ষ্য৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *