কলকাতা: সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ মুখোপাধ্যায় মামলায় কড়া নজড় রাখছে বিজেপি৷ শুক্রবার দলের রাজ্য দপ্তরে এমন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷
দিলীপ ঘোষের মন্তব্য, রূপা গঙ্গোপাধ্যায় নিজে বলেছেন আইন অাইনের পথে চলবে৷ আমি বলছি, আইনের পথেই অাইন চলুক৷ তবে আকাশ মুখোপাধ্যায় রূপা গঙ্গোপাধ্যায় ছেলে হওয়ায় পুলিশ বাড়াবাড়ি করলে হস্তক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি৷
মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে পাঁচিলে ধাক মারার ঘটনায় সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের পুত্র আকাশকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ৷ তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ এই পরিপেক্ষিতে রাজ্য সভাপতি জানান, পুলিশের নিরপেক্ষ তদন্ত করা উচিত৷ যদি সত্যিই দোষ থেকে থাকে, তাহলে ব্যাবস্থা নিক প্রশাসন৷ কিন্তু, দুর্ঘটনা নিয়ে পুলিশ রাজনীতি করলে বিজেপি জবাব দেবে৷
#WestBengal: Police says, “Car driven by Akash Mukherjee, son of BJP MP Roopa Ganguly, somehow lost control&dashed a wall of Royal Calcutta Golf Club. He sustained minor injuries. Local police took charge of the involved vehicle along with the driver. Investigation on.” pic.twitter.com/yIbqyC37sv
— ANI (@ANI) August 16, 2019
ছেলের গ্রেপ্তারি নিয়ে ট্যুইট করেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, আমি ছেলেকে বোঝাবো৷ তবে আইন অাইনের পথে চলবে৷