নির্বাচনী আধিকারিদের ‘প্যান্ট’ খুলে নেওয়ার হুঁশিয়া, বিপাকে দিলীপ

কলকাতা: ভোটের ময়াদান তপ্ত করে ফের বেলাগাম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এবার সরাসরি নির্বাচন আধিকারিকের ‘প্যান্ট’ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিলীপের৷ দিলীপের ওই রুচিহীন মন্তব্যের পরেই ক্রুদ্ধ নির্বাচন কমিশন৷ সরাসরি শোকজ করে দিলীপ ঘোষের জবাব কমিশনের৷ জানা গিয়েছে, রামনবমীতে গদা হাতে মিছিল করার পর ভোটের প্রচারে যান দিলীপ ঘোষ৷ অভিযোগ, প্রচারে বেরিয়ে তিনি জানতে পারেন,

নির্বাচনী আধিকারিদের ‘প্যান্ট’ খুলে নেওয়ার হুঁশিয়া, বিপাকে দিলীপ

কলকাতা: ভোটের ময়াদান তপ্ত করে ফের বেলাগাম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এবার সরাসরি নির্বাচন আধিকারিকের ‘প্যান্ট’ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিলীপের৷ দিলীপের ওই রুচিহীন মন্তব্যের পরেই ক্রুদ্ধ নির্বাচন কমিশন৷ সরাসরি শোকজ করে দিলীপ ঘোষের জবাব কমিশনের৷

জানা গিয়েছে, রামনবমীতে গদা হাতে মিছিল করার পর ভোটের প্রচারে যান দিলীপ ঘোষ৷ অভিযোগ, প্রচারে বেরিয়ে তিনি জানতে পারেন, রামনবমীর পোস্টার খুলে দিচ্ছে কমিশনের আধিকারিকরা৷ আর তাতেই চূড়ান্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন দিলীপ৷ নিবাচনী আচরণবিধি না মেনেই ওই হোডিং লাগানো হয়ে বলে বেশ কিছু হোডিং খুলে ফেলে নির্বাচন কমিশনের আধিকারিকরা৷

এই ঘটনার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ফের বেপরোয়া মন্তব্য করেন তিনি৷ বলেন, ‘আমার সামনে হলে ওই নির্বাচন আধিকারিকের প্যান্ট খুলে নিতাম৷’ দিলীপের ওই মন্তব্যের পরেই কমিশনের তরফে সরাসরি শোকজ করা হয় দিলীপকে৷ জবাব চেয়েছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + one =