অশান্তি রুখতে বাংলায় কেন্দ্রের শাসন চাইলেন দিলীপ

কলকাতা: উত্তাল ভাটপাড়া৷ জ্বলছে আগুন৷ রাজনৈতিক সংঘর্ষ মাত্রা ছাড়িয়েছে ধর্মীয় উস্কানিতে৷ জারি হয়েছে ১৪৪ ধারা৷ তবুও, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আজ সাকালে ফের বোমা-গুলি, সংঘর্ষ, রেল অরবোধ, যাত্রীদের মারধর, হুমকি, ভাঙচুরের ঘটনায় দফায় দফায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় ভাটপাড়ায়৷ এই পরিস্থিতি দাঁড়িয়ে গণ্ডগোল নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

d65bc83301740fab89aa4170fce696c2

অশান্তি রুখতে বাংলায় কেন্দ্রের শাসন চাইলেন দিলীপ

কলকাতা: উত্তাল ভাটপাড়া৷ জ্বলছে আগুন৷ রাজনৈতিক সংঘর্ষ মাত্রা ছাড়িয়েছে ধর্মীয় উস্কানিতে৷ জারি হয়েছে ১৪৪ ধারা৷ তবুও, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আজ সাকালে ফের বোমা-গুলি, সংঘর্ষ, রেল অরবোধ, যাত্রীদের মারধর, হুমকি, ভাঙচুরের ঘটনায় দফায় দফায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় ভাটপাড়ায়৷ এই পরিস্থিতি দাঁড়িয়ে গণ্ডগোল নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

রাজ্য সরকারের উপরে চাপ বাড়িয়ে মঙ্গলবার ভাটপাড়ায় অশান্তি নিয়ে রাজভবনে অভিযোগ জানাতে যায় রাজ্য বিজেপি প্রতিনিধি দল৷ নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ রাজ্যপালের সঙ্গে দেখা করার পর দিলীপ ঘোষের স্পষ্ট হুঁশিয়ারি, ২৩ মে-র পরও হেরে গিয়ে তৃণমূল যদি একই ভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করে,  তাহলে রাস্তায় নেমে তার মোকাবিলা করতে প্রস্তুত বিজেপি৷  রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে ভাটপাড়ায় অশান্তির বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানানোর জন্য রাজ্যপালকে অনুরোধ করেন বিজেপি নেতৃত্ব৷  দিলীপের দাবি, ‘‘এর আগে বসিরহাট, বাঁদুড়িয়ায় অশান্তির সময়ও হস্তক্ষেপ করেছিল কেন্দ্রীয় সরকার৷ আইনশৃঙ্খলা রক্ষা রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয় হলেও প্রয়োজনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের থেকে খোঁজ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা পাঠাতে পারে৷’’ দিলীপের অভিযোগ, ‘‘হার নিশ্চিত বুঝতে পেরে তৃণমূল সরকার এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, যাতে মনে হয় ওরা না থাকলে বাংলায় শান্তি থাকবে না। ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরি করা হচ্ছে৷’’

উপনির্বাচনকে কেন্দ্র করে গত তিন দিন ধরে অগ্নিগর্ভ ভাটপাড়া৷ অসংখ্য বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে৷ এলাকায় লাগাতার বোমাবাজিও চলে৷ এলাকায় ১৪৪ ধারা জারি করেও পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হচ্ছে প্রশাসন৷ আজ, দুপুরের পর থেকে আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *