সভাপতির পদ খোয়াচ্ছেন দিলীপ? নজরে বিজেপির অন্তর্বর্তী নির্বাচন!

পশ্চিমবঙ্গের উপর নজর রাখছে দিল্লি৷

সভাপতির পদ খোয়াচ্ছেন দিলীপ? নজরে বিজেপির অন্তর্বর্তী নির্বাচন!

কলকাতা: উৎসব শেষ৷ ২০২১ সালে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিজেপি৷ রাজ্য বিজেপির অন্দরের যা হিসাব, আগামী বছর দীপাবলির আগেই এই রাজ্যে নির্বাচনের দামামা বেজে যাবে৷ ইতিমধ্যেই বিভিন্ন নেতাকর্মী নিজেদের এলাকায় সক্রিয় হয়েছেন৷

সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, বেশিরভাগ নেতা-কর্মীই নিজেদের প্রস্তাবিত প্রার্থী হিসাবে প্রস্তুত করতে চাইছেন৷ অনেকেই বলছেন, ২৯৪ জনের প্রার্থী তালিকা তৈরি করতে বেশ বেগ পেতে হবে, দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা দের৷ লোকসভা নির্বাচনের পর এই রাজ্যে বিজেপির জনপ্রিয়তা তুঙ্গে৷ রাজ্যের শাসকদলকে কড়া চ্যালেঞ্জ করেছে গেরুয়া শিবির৷ রাজ্যে বিজেপি-ই ক্ষমতায় আসবে, সেই ব্যাপারে তারা নিশ্চিত৷ এই পরিস্থিতিতে টিকিট বণ্টন পক্রিয়া যে খুব সংগঠিত এবং সুখের হবে না, তা বলাই যায়৷

তবে, ইতিমধ্যেই বিজেপির অন্তর্বর্তী নির্বাচন পক্রিয়া চলছে৷ মণ্ডলস্তর থেকে জেলা সভাপতিস্তর পর্যন্ত নির্বাচন পক্রিয়া চলবে৷ যা খবর, কার্যকরী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার উপরেই সম্পূর্ণ পশ্চিমবঙ্গের ভার ছেড়ে দেবেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ পশ্চিমবঙ্গের উপর নজর রাখবেন দিল্লি থেকে৷ শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের পূর্বাঞ্চলের দিকেও কড়া নজর রেখেছেন অমিত৷ প্রাথমিক ভাবে দুটি কারণ, এক) দেশের পূর্ব এবং উত্তর পূর্ব সীমান্ত অনুপ্রবেশ সমস্যায় জর্জরিত৷ সাধারণ মানুষ এই এলাকায় দেশের অন্যান্য জায়গার থেকে অনেক বেশি বিজেপি সরকার চাইছেন৷

দেশের পূর্ব এবং উত্তরপূর্ব দিকে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে করেন দিল্লির দীন দয়াল মার্গ এলাকার বিজেপি সদর দফতরের বাসিন্দারা৷ সেক্ষেত্রে, পশ্চিমবঙ্গে পুরান ‘টিম’ ভাঙতে রাজি নন অমিত শাহ৷ যা খবর অন্তর্দলীয় নির্বাচনে সভাপতি হিসাবে দিলীপ ঘোষের মনোনয়ন প্রায় নিশ্চিত৷ কেন্দ্রীয় পার্টি চাইছে, দিলীপ ঘোষের পাশাপাশি মুকুল রায়েরও একই ভূমিকা থাক৷ মুকুল লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে ভাঙানোর কাজ করেছে৷ ২০২১ সালের নির্বাচনের আগে মুকুল পর্দার আড়ালে চাণক্যনীতি বজায় রাখুক, তাই চায় কেন্দ্রীয় পার্টি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − four =