‘ভাত-ডাল’ শোভন-বৈশাখীকে নতুন পদে বসালেন দিলীপ, সক্রিয় হবেন কানন?

‘ভাত-ডাল’ শোভন-বৈশাখীকে নতুন পদে বসালেন দিলীপ, সক্রিয় হবেন কানন?

 কলকাতা: বঙ্গ বিজেপির রাজ্য কমিটির আমন্ত্রিতদের তালিকায় স্থান পেয়েছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ এবার সমাজকর্মী হিসাবে শোভনের পর আমন্ত্রিতদের তালিকায় উঠে এলেন ‘পারিবারিক বন্ধু’ বৈশাখী বন্দোপাধ্যায়৷

চলতি সপ্তাহে বঙ্গ বিজেপির রাজ্য কমিটিতে স্থান পেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ এবার আমন্ত্রিত সদস্য হিসাবে রাজ্য কমিটিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ৷ কমিটিতে এসেছেন বিজেপির নেতা দুপুটে নেতা রাকেশ সিংহ৷শোভন-বৈশাখীকে রাজ্য কমিটিতে স্থান দেওয়ার পর সংবাদ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দিলীপ ঘোষ৷

শোভন-বৈশাখীকে কমিটিতে এনে দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘‘কোন বিষয়ে বাধ্যবাধকতা নেই৷ যাঁরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, আমাদের প্রদেশ কমিটিতে তিনটি ভাগ আছে, তাদেরকে সেখানে আনা হয় সম্মানিত অতিথি হিসেবে। কেউ স্থায়ী সদস্য আছেন৷ কেউ আমন্ত্রিত আছেন৷ কেউ আবার পরামর্শদাতা হিসেবে আছেন৷ এরকম বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা তাঁদের আমন্ত্রণ করি৷ এরকম আড়াইশো জনকে আমরা নিয়ে এসেছি৷ কোনও ব্যক্তি হিসেবে, কোন বিশেষ হিসেবে নয়৷ পার্টি যেটা ঠিক করেছে, সেটাই শেষ কথা৷ কোন ব্যক্তির জন্য আলাদা জায়গা বিজেপিতে নেই৷’’

তবে এই শোভন-বৈশাখীকে একাধিকবার কটাক্ষ করেছেন খোদ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ ‘যেমন ভাত-ডাল, তেমন শোভন-বৈশাখী৷’  দিলীপ ঘোষের এই মন্তব্যে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছিলেন শোভন-বৈশাখী৷ এবার ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ দেখাতেই কি শোভন-বৈশাখীকে রাজ্য কমিটিতে নিয়ে তুলে আনা হল? তাঁদের তৃণমূলে ফেরা ঠেকাতে নয়া কৌশল বিজেপি? সক্রিয় রাজনীতির বাইরে থাকা শোভন-বৈশাখী আদৌ পদ্মে সৌরভ ছড়াতে পারবেন? নাকি, গুরুত্ব পেয়েও থেকে যাবে নীরবে, পিছনে যে ইডি! অপেক্ষায় বিজেপি কর্মীদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + two =