কলকাতা: একজন নোবেল জয়ী অর্থনীতিবিদ, অন্যজন বিজেপি সাংসদ৷ উভয়ের মধ্যে পার্থক্য ঘুচিয়ে দিল সেই জয় শ্রীরাম বিতর্ক৷
শুক্রবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মন্তব্য করেছিলেন, জয়শ্রীরাম বাঙালি সংস্কৃতিতে ছিল না৷ এখন তা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে৷ শনিবার সেই অমর্ত্য সেনকে ঘুরিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ৷ বললেন জয় শ্রীরাম বলায় এরাজ্যে সবথেকে বেশি হিংসার শিকার বিজেপি৷
গতকালই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘কলকাতা আফটার ইন্ডিপেনডেন্স: আ পার্সোনাল মেমোয়ার’ শীর্ষক একটি বক্তৃতায় অমর্ত্য সেন জানান, জয় শ্রীরাম ধ্বনি না দেওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা বাড়ছে৷ আজ নাম না করে তাঁকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ৷ বললেন, ‘‘জয় শ্রীরাম বলায় এরাজ্যে সবথেকে বেশি হিংসার শিকার হচ্ছে বিজেপি৷ বিদ্বজ্জনেরা দেখতে পাচ্ছেন না৷’’
এর আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কুরুচিকর ভাষায় ব্যক্তিগত আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি, মৌলালি যুব কেন্দ্রে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘আমাদের একজন নোবেল প্রাইজ পেয়েছেন৷ বাঙালি৷ তিনি কী করেছেন? বাংলার কেউ বোঝে না৷ দুনিয়ার কেউ বোঝে না৷ উনি নিজেও বোঝেন কিনা সন্দেহ আছে৷ কী দিয়েছেন দেশকে? কী করেছেন উনি? এই ধরনের লোকেদের নিয়েই আমরা গর্ববোধ করি৷ মেরুদণ্ড নেই৷ চরিত্র নেই৷ এঁদের কেনা যায়, বিক্রি করা যায়, চমকানো যায়৷’’ এর জবাবে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তখন বলেছিলেন, ‘‘উনি যা ঠিক মনে করেছেন তা বলেছেন৷ ওনার বলার অধিকার আছে৷ আপত্তির কোনও কারণ নেই৷ যদি এ সব ওনার আলোচ্য বিষয় বলে মনে হয় তবে অবশ্যই আলোচনা করা উচিত৷’’