‘দালালরাই দল চালাচ্ছে’, বিস্ফোরক দিলীপ, বঙ্গ বিজেপিতে বিদ্রোহের আগুন!

শোচনীয় পরাজয় অমিত শাহের টার্গেট ছিল ৩০! কিন্তু, মেরেকেটে বিজেপির আসন পৌঁছল মাত্র ১২টি৷ বিপুল প্রচারের পরও কেন বাংলায় ফুটল না পদ্ম? শোচনীয় এই ফলাফলের…

Dilip Ghosh rebellion

শোচনীয় পরাজয়

অমিত শাহের টার্গেট ছিল ৩০! কিন্তু, মেরেকেটে বিজেপির আসন পৌঁছল মাত্র ১২টি৷ বিপুল প্রচারের পরও কেন বাংলায় ফুটল না পদ্ম? শোচনীয় এই ফলাফলের কারণ কী? লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে শুরু হয়ে গিয়েছে নয়া বিদ্রোহ৷ বিদ্রোহের আগুনে আরও বড় ‘বিস্ফোরণ’ ঘটিয়ে দিয়েছেন খোদ দিলীপ ঘোষ৷ এমনিতেই সভাপতি পদ আগেই গিয়েছে৷ এবার সাংসদ পদও গেল দিলীপের৷ ফলে, দিলীপের বিস্ফোরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ ভোটে হেরে এবার দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বিঁধেছেন বঙ্গ বিজেপির বর্তমান শাসক গোষ্ঠীকেও৷

‘দালালরাই দল চালাচ্ছে’ Dilip Ghosh

দিলীপের দাবি, ‘কিছু দালাল বিজেপি পার্টি চালাচ্ছে৷’ নিজের পরাজয়ের নেপথ্যে কেন্দ্র বদলকেই দায়ী করেছেন বিদ্রোহী দিলীপ৷ কিন্তু কেন বদল হল কেন্দ্র? নেপথ্যে দলের অন্দরে কেউ কলকাঠি নেড়েছে বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ৷ আক্ষেপের সুর দিলীপের দাবি, ‘গত ৪ বছর আমি পার্টির কার্যক্রমে যাই না। ওঁরা আমায় ডাকেও না৷ আমার মতামত দলের কাছে কোনও গুরুত্ব নেই৷’

বিজেপিতে অশুভ আঁতাত?

গোটা ঘটনার নেপথ্যে সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, শুভেন্দু অধিকারীর অশুভ আঁতাতের ইঙ্গিতও করেছেন দিলীপের ঘণিষ্ঠমহল৷ মোটা টাকার বিনিময়ে পদ বিক্রির মতো গুরুতর অভিযোগও উঠতে শুরু করেছে৷ একাধিক জেলা থেকে তোলাও নাকি ‘তৎকাল’ নেতার কাছে জমা পড়ছে বলেও দিলীপের ঘণিষ্ঠমহলের অভিযোগ৷ দলের একাংশের বিরুদ্ধে নির্বাচনের টাকা তছরুপের মতো মারাত্মক অভিযোগ সরাসরি তুলেছেন দিলীপ৷

ভোট-ব্যর্থতা

সরাসরি না বললেও ভোট-ব্যর্থতায় সুকান্ত-শুভেন্দু-অমিতাভদের নেতৃত্ব ও দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ৷ এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির হাল ফেরাতে ফের দিলীপ ঘোষকে সংগঠনে ফেরানোর দাবিও জোরালো হচ্ছে কর্মী মহলে।

সামনেই মিনি নির্বাচন! ঘুরে দাঁড়াবে বঙ্গ বিজেপি? নাকি ফের ভরাডুবি?

দলের মধ্যেই দল পাকানোর চেষ্টায় অভিষেক? চিন্তা বাড়বে কংগ্রেসের

Politics: Dilip Ghosh rebellion fuels West Bengal BJP crisis 2024. Dilip Ghosh’s explosive comments spark rebellion within West Bengal BJP post-Lok Sabha election defeat. Criticizing current leaders and alleging corruption, Ghosh blames internal politics for BJP’s poor performance, intensifying calls for his return.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *