কী করছে সরকারি অনুদান পাওয়া ২৬ হাজার ক্লাব? দিলীপ প্রশ্নে জবাব মন্ত্রীর

কী করছে সরকারি অনুদান পাওয়া ২৬ হাজার ক্লাব? দিলীপ প্রশ্নে জবাব মন্ত্রীর

কলকাতা: করোনায় রক্ষা নেই, তার উপর বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডব৷ করোনা মহামারীর আবহেও ঠিক যেভাবে রাজনীতি হয়েছিল বাংলায়, এবার প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও একই রকম ভাবে অব্যাহত বঙ্গ রাজনীতি৷ ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কী করছে রাজ্য সরকারের অনুদান পাওয়া ক্লাবগুলি? রাজ্য সরকারকে ঘুরিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল৷ ৯৫ শতাংশ ক্লাব মাঠে নেমে পড়েছে বলেও করা হয়েছে দাবি৷

ক্লাবগুলিকে দেওয়া রাজ্য সরকারের অনুদান নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ৷ যে ২৬ হাজার ক্লাবকে এক লক্ষ টাকা করে দেওয়া দিয়েছে তৃণমূল পরিচালিত সরকার, সেই ক্লাবগুলি এখন কোথায়? প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘‘আমি সুন্দর বনে যাচ্ছিলাম, তৃণমূলের বুক ফেটে যাচ্ছে৷ কারণ দিলীপ ঘোষ গেলে হাজার লোক বেরিয়ে আসবেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে কেউ আসবে না৷ কারণ ওঁরা লোকের টাকা চুরি করে৷ বাড়ির টাকা চুরি করে৷ রেশনের টাকা চুরি করে৷ তাঁদের কথা কেউ বিশ্বাস করবে না৷ তাঁদের হিম্মত নেই৷ আমি বলছি, আপনারা ২৬ হাজার ক্লাবকে ১ লক্ষ টাকা করে দিয়েছেন, তারা এখন কোথায়? প্রতিটা ক্লাব থেকে কুড়িটি করে যদি ছেলে বের হয়, দু’দিনের মধ্যে পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে যাবে৷ কারণ আপনারা তো ভোট কেনার জন্য টাকা দেন৷ সমাজের কাজ করার জন্য দেন না৷ সেইজন্য দিলীপ ঘোষের কাছ থেকে আপনাদের শিখতে হবে৷ কীভাবে রাস্তায় নেমে গাছ পরিষ্কার করতে হয়৷’’

পাল্টা দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী৷ জ্যোতিপ্রিয় মল্লিক সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘‘উত্তর ২৪ পরগনায় আমরা যদি ১০০ ক্লাবকে টাকা দিয়ে থাকি, তার মধ্যে ৯৫% মাঠে নেমে পড়েছে৷ তারা গাছ কেটে পরিষ্কার করছে৷ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহযোগিতা করছেন৷’’

করোনা ও ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সময়ে তৃণমূল-বিজেপির পরস্পর বিরোধী মন্তব্যের জেরে অতিষ্ট গোটা বঙ্গ সমাজ৷ যাঁরা মহামারী, দুর্যোগের দিনেও একে অপরের বিরুদ্ধে লড়াই করে, তাঁরা কীভাবে বাংলার সুদিন ফেরাবে? প্রশ্ন বিপর্যস্ত বাংলার সাধারণ জনতার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − five =