বিজেপিতে যাচ্ছেন অনুব্রত মণ্ডল? খোলসা করলেন দিলীপ ঘোষ

কলকাতা: বাংলায় জমি শক্ত করতে মরিয়া বিজেপি। তাই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তারা। সেই কারণেই ভোটের আগে ঘনঘন বাংলায় আসার কথা অমিত শাহ ও জেপি নাড্ডার। সম্প্রতি একথা জানিয়েছেন দিলীপ ঘোষ। অনুব্রত মণ্ডলের বিজেপিতে যোগ দেওয়া নিয়েও এদিন মুখ খোলেন দলের রাজ্য সভাপতি। তিনি বলেন, যদি অনুব্রত মণ্ডল বিজেপিতে যোগ দিতে চান তবে ভেবে দেখবেন তাঁরা।

কলকাতা: বাংলায় জমি শক্ত করতে মরিয়া বিজেপি। তাই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তারা। সেই কারণেই ভোটের আগে ঘনঘন বাংলায় আসার কথা অমিত শাহ ও জেপি নাড্ডার। সম্প্রতি একথা জানিয়েছেন দিলীপ ঘোষ। অনুব্রত মণ্ডলের বিজেপিতে যোগ দেওয়া নিয়েও এদিন মুখ খোলেন দলের রাজ্য সভাপতি। তিনি বলেন, যদি অনুব্রত মণ্ডল বিজেপিতে যোগ দিতে চান তবে ভেবে দেখবেন তাঁরা।

শনিবার রাজ্য সফরে এসে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে ভোটের আগে দলের রণনীতি নিয়ে আলোচনা করা হয়। সেখানই জানা যায় পরের মাসে ৩ দিন করে বাংলায় আসবেন তিনি। এছাড়া আসবেন জে পি নাড্ডাও। দিলীপ ঘোষ বলেন, দলের মন্ত্রী, পর্যবেক্ষকরা নির্বাচনের প্রস্তুতি দেখছেন। কাজ কতদূর এগিয়েছে, সেই সব নিয়েই বৈঠকে কথা হয়েছে। তবে সেখানে উল্লেখযোগ্য কিছু সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে এবার পশ্চিমবঙ্গে সফরে এলে অমিত শাহ আরও বেশিদিন থাকবেন। ভোটের আগে ৩ মাসের মধ্যে প্রতি মাসেই তিনি আসবেন। এতদিন তিনি দু’দিন করে থাকছিলেন। এবার থেকে ৩ দিন থাকবেন। এমনকী প্রয়োজনে এক সপ্তাহ পর্যন্তও থাকতে পারেন।

শোনা যাচ্ছে, বোলপুরে তৃণমূলের দুই বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। এনিয়ে দিলীপ ঘোষ বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। কেউ দলে আসতেও পারেন। তৃণমূলের অনেকেই বিজেপিতে আসার জন্য যোগাযোগ করছেন বলে জানান তিনি। আগামী দিনে সংখ্যাটি আরও বাড়বে বলে মত তাঁর। এদিন তিনি অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বলেন, তিনি দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেননি। যদি তিনি অন্য কাউকে বলে থাকেন তবে তাঁকে দলে নেওয়ার কথা ভেবে দেখবে গেরুয়া শিবির। এনিয়ে অনুব্রত মণ্ডলের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *