কলকাতা: অবিলম্বে বেতন বিশেষজ্ঞ কমিটি তৈরি করে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রাথমিক শিক্ষকদের বেতন নির্ধারণ করার দাবি ও ১৪ জন সহকর্মীদের অবৈধভাবে বদলির নির্দেশ বাতিল করে তাঁদের আগের বিদ্যালয়ে ফিরিয়ে আনার দাবিতে টানা ৮ দিন ধরে চলছে শিক্ষকদের অনশন৷ ৯ দিনের ধর্না৷
আজ সকালে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকা সল্টলেকের ময়ূখ ভবন মোড়ে বিধানচন্দ্র রায়ের মূর্তির কাছে শিক্ষকদের ধারণা ও অনশন কর্মসূচির পাশে দাঁড়ালেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি অনশনরত শিক্ষকদের সঙ্গে কথা বলেন৷
দিলীপ ঘোষ বলেন, ‘‘এই সরকার কত নির্মম হয়ে গেছে এদের ব্যবহার দেখে বোঝা যাচ্ছে৷ উনি ভেবেছিলেন নির্বাচনের আগে আন্দোলন বন্ধ করে দিলে আমি নির্বাচন দিতে যাব৷ আর আন্দোলন বন্ধ হয়ে যাবে৷ কোনটাই হয়নি৷ আন্দোলন আবার শুরু হয়েছে৷ আর নির্বাচনের মানুষ তাদের এই ব্যবহারের যোগ্য জবাব দিয়েছে৷ সরকারের এখনও পর্যন্ত চেতনা হওয়া উচিত সারাদেশে সপ্তম পে কমিশন চালু হয়ে গিয়েছে৷ পশ্চিমবঙ্গে পঞ্চম পে কমিশন চলছে৷ এমনিতেই কর্মচারীরা পিছিয়ে আছেন অন্য রাজ্যের তুলনায়৷ তাঁরা অধিকার থেকে এবং তাঁদের আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না৷ সম্মান দেওয়া হচ্ছে না৷ কথা বলার প্রয়োজন মনে করা হচ্ছে না৷ তার ফল এতে সমাজের সমস্ত ক্ষেত্রে আজকে ক্ষোভ বেড়ে যাচ্ছে৷ এভাবে কোন সরকার চলতে পারে না। রাজ্য চলতে পারে না৷ সব জায়গায় ঝাড় খেতে হচ্ছে৷ কোর্টে ঝার খেতে হচ্ছে৷ রোজ কান মুলে দিচ্ছে কোর্ট৷ মানে বেআইনিভাবে এই সরকার কাজ করছে৷ সেই জন্য আমি চাইবো সরকারের সুমতি হোক৷ সমস্ত বিষয় সহমর্মিতা সাথে ভেবে সমাধান করার চেষ্টা করা হোক৷’’