এনআরসি ইস্যুতে ‘ডিগবাজি’ অমিত শাহের, পিছু হটার বার্তা

নাগরিক আইন ও এনআরসি নিয়ে যখন উত্তাল গোটা দেশে, বাড়ছে চাপ৷ ঠিক তখন ১৮০ ডিগ্রি অবস্থান বদল খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷

নয়াদিল্লি: নাগরিক আইন ও এনআরসি নিয়ে যখন উত্তাল গোটা দেশে, বাড়ছে চাপ৷ ঠিক তখন ১৮০ ডিগ্রি অবস্থান বদল খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহের দাবি, দেশে জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি৷কিন্তু, এর আগে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছিলেন, দেশজুড়ে এনআরসি হবেই৷
এনআরসি বিতর্কে নিজেদের অবস্থান ঘোষণা করে প্রধানমন্ত্রী জানান, দেশে এনআরসি করা নিয়ে কোনও আলোচনাই হয়নি৷ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর সংবাদ সংস্থার কাছে অমিত শাহের মন্তব্য, দেশে এনআরসি চালুর বিষয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি৷ জাতীয় জনসংখ্যাপঞ্জি বা এনপিআর ও  জাতীয় নাগরিকপঞ্জির বা এনআরসির মধ্যেও কোনও সম্পর্ক নেই৷ প্রধানমন্ত্রী যা বলেছেন, সঠিক৷

সংবাদসংস্থার মুখোমুখি হয়ে অমিত শাহ জানান, এনপিআরের মাধ্যমে তথ্য সংগৃহীত করে মানেই এনআরসি নয়৷ দু’টির মধ্যে কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন অমিত শাহ৷ জানিয়ে দেন, প্রতি ১০ বছর অন্তর দেশে জনগণনা করা হয়৷ এবার সেটাই হবে৷ এর বাইরে আর কিছু করার সিদ্ধান্ত নেই কেন্দ্রের৷ অমিত শাহের আরও মন্তব্য, জনগণনা এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া৷ অমিত শাহের এই অবস্থান বদল ঘিরে বিরোধীদের অনেকেই বলছেন, চাপে পড়ে বেশ ভালোই ‘ডিগবাজি’ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *