অভিযোগ দায়ের হতেই দিল্লি থেকে ‘দিদি’র ফোন, ‘বলুন, আমি মমতা বলছি

কলকাতা: জনতার অভাব-অভিযোগ জানতে ‘দিদিকে বলো’ ডিজিটাল প্ল্যাটফর্ম খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে জনতার অভাব-অভিযোগ জানাতে একটি টোলফ্রি নম্বর ও একটি ওয়েবসাইট প্রাকশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নেত্রীর চালু করা ওয়েব পোর্টালের পথ চলা শুরু হতে না হতেই তড়িঘড়ি অভিযোগ জানিয়েছিলেন বাংলার বঞ্চিত কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ সমস্যা জানানোর

অভিযোগ দায়ের হতেই দিল্লি থেকে ‘দিদি’র ফোন, ‘বলুন, আমি মমতা বলছি

কলকাতা: জনতার অভাব-অভিযোগ জানতে ‘দিদিকে বলো’ ডিজিটাল প্ল্যাটফর্ম খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে জনতার অভাব-অভিযোগ জানাতে একটি টোলফ্রি নম্বর ও একটি ওয়েবসাইট প্রাকশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নেত্রীর চালু করা ওয়েব পোর্টালের পথ চলা শুরু হতে না হতেই তড়িঘড়ি অভিযোগ জানিয়েছিলেন বাংলার বঞ্চিত কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ সমস্যা জানানোর মাত্র কয়েক ঘণ্টা থেকে উল্টে ধেয়ে এল ‘দিদি’র ফোন৷ সমস্যা সমাধানের আশ্বাস দিদির৷

সোমবার অভিযোগ পোর্টাল চালু হওয়ার পর নিজেদের দাবি-দাওয়া নিয়ে দিদিকে অভিযোগ জানিয়েছিলেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ অভিযোগ জানানো পরই কয়েক ঘণ্টায় মিলল ফলাফল৷ যাঁরা অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের +912240524553 নম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় অভিযোগের সমাধানের আশ্বাস দিয়ে আসছে ফোন৷ সেই ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় দেওয়া হচ্ছে৷ ‘দিদি’র গলায় শোনা যাচ্ছে, ‘আপনার সঙ্গে আমার যোগাযোগ থাকবেই৷ ভাল থাকুন৷’’ দিদির অশ্বাস পেয়ে খুশির কম্পিউটার শিক্ষকরা৷ যদিও যে নম্বরটি থেকে ফোন করা হচ্ছে, সেটি ইন্টারনেট ঘেঁটে দেখা যাচ্ছে, নম্বরটি দিল্লির৷ যদিও অভিযোগ, ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করেও অনেকেই যোগাযোগ করতে পারেননি৷

সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আপনার মতামত বা সমস্যা থাকলে আমাকে ফোন করুন  ৯১৩৭০৯১৩৭০ নম্বরে৷  www.didikebolo.com-এ লগইন করেও আপনার মতামত কিংবা অভিযোগ জানাতে পারেন৷ যতটুকু পারব, সমাধান করা চেষ্টা করব৷’’ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের হাতিয়ারকে কাজে লাগিয়ে অভিযোগের পাহাড় জমা করালেন বাংলার কয়েক হাজার শিক্ষক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − ten =