দিদির বাড়িতে পার্থকে জড়িয়ে সূক্ষ্ম খোঁচা রাজ্যপালের! পাল্টা মমতাও!

কলকাতা: সংঘাত ভুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো অংশ নিলেন রাজ্যপাল৷ রাজ্যপাল কে নিজের ঘরে নিয়ে গিয়ে অভ্যর্থনা জানান মমতা৷ রবিবার সন্ধ্যায় রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সৌজন্য বিনিময়ের ছবি বঙ্গ রাজনীতিতে বেশ বিরল! কিন্তু সেই সৌজন্যের মধ্যেও ধরা দিল সূক্ষ্ম রাজনীতির খোঁচা৷ এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জড়িয়ে ধরেন রাজ্যপাল৷ ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন

দিদির বাড়িতে পার্থকে জড়িয়ে সূক্ষ্ম খোঁচা রাজ্যপালের! পাল্টা মমতাও!

কলকাতা: সংঘাত ভুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো অংশ নিলেন রাজ্যপাল৷ রাজ্যপাল কে নিজের ঘরে নিয়ে গিয়ে অভ্যর্থনা জানান মমতা৷ রবিবার সন্ধ্যায় রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সৌজন্য বিনিময়ের ছবি বঙ্গ রাজনীতিতে বেশ বিরল! কিন্তু সেই সৌজন্যের মধ্যেও ধরা দিল সূক্ষ্ম রাজনীতির খোঁচা৷

দিদির বাড়িতে পার্থকে জড়িয়ে সূক্ষ্ম খোঁচা রাজ্যপালের! পাল্টা মমতাও!

এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জড়িয়ে ধরেন রাজ্যপাল৷ ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন তিনি৷ মুখ্যমন্ত্রীকে ডেকে শিক্ষামন্ত্রীকে জড়িয়ে ধরে রাজ্যপাল বলেন, ‘‘আমার ভীষণ প্রিয় বন্ধু৷ পার্থবাবু সুবক্তা৷ আমিও সুবক্তা৷’’

দিদির বাড়িতে পার্থকে জড়িয়ে সূক্ষ্ম খোঁচা রাজ্যপালের! পাল্টা মমতাও!

রাজ্যপালের এই মন্তব্যের পর বিষয়টি এড়িয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপালের স্ত্রীকে চেয়ার দেখিয়ে বসার জন্য আর্জি জানান৷ রাজ্যপাল যখন নিজের আসনে বসতে যাচ্ছেন, ঠিক তখনই তাঁকে লক্ষ্য করে এগিয়ে আসেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে ছিলেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ৷ এরপর একে একে রাজ্য প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে রাজ্যপালকে পরিচয় করিয়ে দেন মুখ্যমন্ত্রী৷

দিদির বাড়িতে পার্থকে জড়িয়ে সূক্ষ্ম খোঁচা রাজ্যপালের! পাল্টা মমতাও!

রাজ্যপালের দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখানো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাল্টা খোঁচা দিয়ে ওমপ্রকাশকে দেখিয়ে বলেন, ‘‘ওমপ্রকাশ, যাদবপুর৷ যাদবপুর৷’’ ব্যাপারটি চট করে ধরে নেন রাজ্যপালও৷ তখনই রাজ্যপাল জানান, ‘‘হ্যাঁ হ্যাঁ আমি চিনি৷’’ এরপর রাজ্যপালের মুখে যাদবপুরের প্রসঙ্গ তোলার চেষ্টার ইঙ্গিত পেতেই মুখ্যমন্ত্রী রাজ্যপাল ও ওমপ্রকাশকে তাদের নির্দিষ্ট আসন গ্রহণের জন্য আর্জি জানান৷ সস্ত্রীক রাজ্যপালকে নিজের পাশে কিছুটা বসে ফের পুজোর তদারকি শুরু করেন মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − thirteen =