দিদি আপনাকে চাকরি দিয়েছেন? প্রতারণা করেছে: রাহুল

ইংরেজবাজার: বাংলায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ শনিবার চাঁচলে মহাজোটের স্বপ্ন ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেনজরির আক্রমণ করেন রাহুল৷ বলেন, ‘‘মোদি যেখানে সেখানে গিয়ে মিথ্যা কথা৷ এখানে মুখ্যমন্ত্রী কী করেন তা আপনারা জানেন৷’’ এদিন তিনি বলেন, ‘‘সিপিএমের আমলে যেমন অত্যাচার হয়েছে, এখন মমতা দিদির আমলেও

দিদি আপনাকে চাকরি দিয়েছেন? প্রতারণা করেছে: রাহুল

ইংরেজবাজার: বাংলায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ শনিবার চাঁচলে মহাজোটের স্বপ্ন ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেনজরির আক্রমণ করেন রাহুল৷ বলেন, ‘‘মোদি যেখানে সেখানে গিয়ে মিথ্যা কথা৷ এখানে মুখ্যমন্ত্রী কী করেন তা আপনারা জানেন৷’’

এদিন তিনি বলেন, ‘‘সিপিএমের আমলে যেমন অত্যাচার হয়েছে,  এখন মমতা দিদির আমলেও একই ভাবে অত্যাচার হয়েছে৷’’ এদিন বাংলার কর্মসংস্থান প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠ গড়ায় তোলেন রাহুল৷ বলেন, ‘‘মোদি আজ দু’কোটি চাকরি খেয়েছে৷ দিদি এই নিয়ে বড়বড় কথা বলছে৷ আপনারা বলুন, দিদি কি আপনাকে চাকরি দিয়েছে? চাকরির নামে প্রতারণা করছে এই সরকার৷’’ দিল্লিতে রাহুল গান্ধীদের দল ক্ষমতায় এলে নূন্যতম আয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান সোনিয়া পুত্র৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কৃষি ঋণ মকুব নিয়েও কটাক্ষ করেন৷ বলেন, ‘‘কংগ্রেস সরকার কৃষকদের ঋণ মকুব করে দিয়েছে৷ কিন্তু, মমতাজি করেছে কী? আমরা দেশে ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করে দেব৷’’

এদিন কংগ্রেস সভাপতির সভার আগেই চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়৷ মালদহের চাঁচলের কলমবাগানের মাঠে কংগ্রেস কর্মীদের তাণ্ডবের অভিযোগ ওঠে৷ ভিআইপি ব্যারিকেড ভেঙে উৎসাহী জনতার ঢুকে পড়েন৷ একে অপরের উপর চেয়ার ছুঁড়তে থাকেন৷ ভেঙে দেওয়া হয় ব্যারিকেড৷ ঘটনায় জখম হয় বেশ কয়েকজন৷

জনতার হুড়োহুড়ি সামাল দিতে কার্যত দর্শকের ভূমিকা নিতে দেখা যায় পুলিশ কর্মীদের৷ কেননা, সভাস্থলে এতটাই ভিড় ছিল যে পুলিশ কর্মীদের তরফে তা সামাল দেওয়া যায়নি৷ পরিস্থিতি বেগতিক দেখে মাইক হাতে জনতাকে শান্ত হতে বলেন প্রদেশ নেতৃত্ব৷ কি কে শোনে কার কথা! বাঁশের ব্যারিকেড ভেঙে জলপ্লাবন ধেয়ে আসে মূল মঞ্চের দিকে৷ পরে, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =