Aajbikel

দিদি আমরা বাড়ি পাইনি, জনতার অভিযোগ শুনে কী বললেন মমতা?

তমলুক: দিঘায় প্রশাসনিক বৈঠক শেষ করার পর জনসংযোগে বেরিয়ে বাসিন্দাদের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ দুপুরে বাংলা-ওড়িশা সীমান্তের দত্তপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগে যান৷ স্থানীয়দের সমস্যার কথা শুনতে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷ এদিন দুত্তপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী৷ বিদ্যুৎ সংযোগ থেকে বাংলার আবাস যোজনা বাড়ি পেতে কোনও সমস্যা হচ্ছে কি না, জানতে চান মুখ্যমন্ত্রী মমতা
 | 
দিদি আমরা বাড়ি পাইনি, জনতার অভিযোগ শুনে কী বললেন মমতা?

তমলুক: দিঘায় প্রশাসনিক বৈঠক শেষ করার পর জনসংযোগে বেরিয়ে বাসিন্দাদের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ দুপুরে বাংলা-ওড়িশা সীমান্তের দত্তপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগে যান৷ স্থানীয়দের সমস্যার কথা শুনতে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷

এদিন দুত্তপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী৷ বিদ্যুৎ সংযোগ থেকে বাংলার আবাস যোজনা বাড়ি পেতে কোনও সমস্যা হচ্ছে কি না, জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই বাসিন্দাদের একাংশ জানান, যে তারা আবেদন করেও বাড়ি পাননি৷ শুনেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের নির্দেশ, বাসিন্দাদের বাংলার বাড়ি নির্মাণ করে দেয়ার জন্য৷ এছাড়াও বাসিন্দাদের মধ্যে বসেই নিজের হাতে চা বানিয়ে খান৷

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের শাড়ি ও ছোটদের চকলেট বিলি করেন৷ এদিন দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি চায়ের দোকানে ঢুকে সেখানে নিজের হাতে তৈরি করেন চান৷ সেই চা বাকিদের পরিবেশন করেন নিজেও চা পান করেন৷

Around The Web

Trending News

You May like