কলকাতা: সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রীর মন্তব্য বিকৃত করা হয়েছে৷ শাসক দলের নেতার পয়েন্ট অফ ইনফর্মেশন জারি ঘিরে ধুন্ধামার পরিস্থিতি বিনসভায়৷
রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় বাম-কংগ্রেসের হাত ধরতে চেয়েছিলেন! অধিবেশনে দাঁড়িয়ে সেই প্রস্তাব খারিজ করে দেন সিপিএম-কংগ্রেসের পরিষদীয় নেতা৷ সেই খবর বিভিন্ন সংবাদমাত্র প্রকাশিত হয়৷ আজ অধিবেশন শুরুতেই পালটা বিবৃতি দেন পরিষদীয় রাষ্ট্রমন্ত্রী তাপস রায়৷ বিধানসভায় পয়েন্ট অফ ইনফর্মেশন এনে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে বিকৃত ভাবে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী যা বলেছেন তার ভুল ব্যাখ্যা করা হয়েছে৷ সংবাদমাধ্যমে ভুল খবর প্রকাশ হয়েছে৷ তিনি কখনও বিরোধীদের সঙ্গে জোটের কথা বলেননি বলেও মন্তব্য করেন তিনি৷
পরিষদীয় রাষ্ট্রমন্ত্রী তৃণমূলের তাপস রায়ের ব্যাখ্যার প্রতিবাদে বিধানসভার ওয়েলে নেমে স্পিকারের সামনে বিক্ষোভ দেখালেন বাম-কংগ্রেসের বিধায়করা৷ করা হয় ওয়াক আউট৷ পরিষদীয় রাষ্ট্রমন্ত্রী তাপস রায় বিধানসভায় বলেন, মুখ্যিমন্ত্রীর বক্তব্যের অপব্যায়খা করেছে সংবাদ মাধ্যম৷ এরপরই সভার মধ্যে টেবিলে বাজিয়ে প্রতিবাদ শুরু করেন বাম-কংগ্রেসের বিধায়করা৷
এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ ধাক্কাধাকি শুরু হয়৷ সুজনবাবু সহ বেশ কয়েকজন বাম বিধায়ক স্পিকারের আসনের দিকে তেড়ে যান বলেও অভিযোগ৷ সরকার পক্ষের বিধায়ক ও মন্ত্রী রাও উঠে আসেন আসনের৷ সেখানে দাঁড়িয়ে দুই পক্ষের মধ্যে তুমুল তর্কবিতর্ক তৈরি হয়৷ পরে বাম-কংগ্রেসের বিধায়করা ওয়াক আউটের করেন৷
এই প্রসঙ্গে সিপিএম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানান, বিধানসভায় এই ধরনের ঘটনা নজিরবিহীন৷ বিধানসভায় বিরোধীদের আচরণের নিন্দা করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় জানান, প্রিভিলেজ মোশন বা স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হচ্ছে একটি সংবাদ পত্রের বিরুদ্ধে৷