‘ধমকে-চমকে ভোট’, কমিশনের নজরে মমতা

কলকাতা: সিউড়ির জনসভায় বিতর্কিত মন্তব্যের জের। কমিশনের নজরে স্বয়ং মুখ্যমন্ত্রী। বীরভূমের নির্বাচনে দলের জেলা সভাপতিতে অনুব্রত মণ্ডলকে প্রয়োজনে ‘ধমক-চমক’ দিয়ে ভোট করার পরামর্শ দেন তৃণমূল নেত্রী। এর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি। বৃহস্পতিবার, সিউড়ির সভায় তৃণমূল নেত্রী বলেন, ‘কেষ্ট তুমি একটু চমকাবে, ধমকাবে। বাঘের বাচ্চার মতো লড়াই করবে।’ মমতার ওই মন্তব্যের জেরে

‘ধমকে-চমকে ভোট’, কমিশনের নজরে মমতা

কলকাতা: সিউড়ির জনসভায় বিতর্কিত মন্তব্যের জের। কমিশনের নজরে স্বয়ং মুখ্যমন্ত্রী। বীরভূমের নির্বাচনে দলের জেলা সভাপতিতে অনুব্রত মণ্ডলকে প্রয়োজনে ‘ধমক-চমক’ দিয়ে ভোট করার পরামর্শ দেন তৃণমূল নেত্রী।

এর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি। বৃহস্পতিবার, সিউড়ির সভায় তৃণমূল নেত্রী বলেন, ‘কেষ্ট তুমি একটু চমকাবে, ধমকাবে। বাঘের বাচ্চার মতো লড়াই করবে।’ মমতার ওই মন্তব্যের জেরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে লিখিত অভিযোগ জমা দেয় বিজেপি। এরপরেই এই বিষয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =