ডিজিকে ডেকে রাজ্যপালের বৈঠক, রিপোর্ট তলব

কলকাতা: বারাকপুরকাণ্ডে রাজ্য পুলিশের ডিজি সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক করলেন বাংলার রাজ্যপাল জগদীশ ধনকর৷ আজ বেলা এগারোটা নাগাদ রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র কুমার রাজভবনে যান৷ সেখানে বারাকপুর পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে রাজভবন সূত্রে খবর৷ বারাকপুরকাণ্ডে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট রাজ্যপাল চেয়ে পাঠিয়েছেন বলে সূত্রের খবর৷ রাজ্য পুলিশের রিপোর্টের ভিত্তিতে রাজ্যপাল খুব সম্ভবত

ডিজিকে ডেকে রাজ্যপালের বৈঠক, রিপোর্ট তলব

কলকাতা: বারাকপুরকাণ্ডে রাজ্য পুলিশের ডিজি সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক করলেন বাংলার রাজ্যপাল জগদীশ ধনকর৷ আজ বেলা এগারোটা নাগাদ রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র কুমার রাজভবনে যান৷ সেখানে বারাকপুর পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে রাজভবন সূত্রে খবর৷ বারাকপুরকাণ্ডে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট রাজ্যপাল চেয়ে পাঠিয়েছেন বলে সূত্রের খবর৷

রাজ্য পুলিশের রিপোর্টের ভিত্তিতে রাজ্যপাল খুব সম্ভবত গোটা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যাখ্যা দিতে পারেন বলে খবর৷ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলা নিয়ে ইতিমধ্যেই রাজধানীতে শুরু হয়েছে নতুন উত্তেজনা৷ রাজনৈতিক চাপানউতোর তৈরি হওয়ার পাশাপাশি প্রশাসনিক স্তরে তৎপরতা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা৷

জানা গিয়েছে, এদিন সকালে রাজ্য পুলিশের ডিজিকে ডেকে পাঠান রাজ্যপাল৷ ডিজি বীরেন্দ্র কুমার রাজ্যভবে যান৷ সেখানে দু’জনের মধ্যে প্রায় আধঘণ্টা কথা হয় বলে সূত্রের খবর৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে রাজভবন সূত্রে খবর৷

ইতিমধ্যেই ব্যারাকপুরের ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন রাজ্যপাল৷ জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি বিব্রত৷ রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছিলেন রাজ্যপাল৷ রাজ্যপালের মন্তব্য ঘিরে তৃণমূল পাল্টা কটাক্ষ করে৷ এবার বারাকপুর-কাণ্ডে রাজ্যপালের পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে নানা কৌতূহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 6 =